বেশ কয়েক বছর এগিয়ে যাবে গল্প, ‘করুণাময়ী রাণী রাসমণি’তে আসছেন নতুন অভিনেত্রী
RBN Web Desk: বেশ কয়েক বছর এগিয়ে যেতে চলেছে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের গল্প। আগামী পর্বগুলিতে দেখানো হবে রাসমণির শেষ জীবনের বিভিন্ন ঘটনা। আর তারই জেরে এই ধারাবাহিকে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী অলকানন্দা গুহ।
এতদিন ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ধারাবাহিকে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অভিনয় করছিলেন অলকানন্দা। ‘করুণাময়ী রাণী রাসমণি’তে তাঁকে দেখা যাবে রাসমণির নাতবৌ আশালতার চরিত্রে। তবে অলকানন্দা ছাড়াও জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তীরও প্রবেশ ঘটতে চলেছে এই ধারাবাহিকে। রাসমণির বড় নাতি, পদ্মমণির ছেলে মহেন্দ্রর ভূমিকায় অভিনয় করবেন সায়ক। অলকানন্দাকে দেখা যাবে রাসমণির নাতবৌ আশালতার ভূমিকায়।
১০০ দিন অতিক্রম করল ‘তৃতীয় অধ্যায়’
‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ছাড়াও বিভিন্ন ধারাবাহিকে কাজ করেছেন অলকানন্দা, যার মধ্যে ‘ভক্তের ভগবান শ্রীচৈতন্য’, ‘বামাক্ষ্যাপা’, ‘প্রথম প্রতিশ্রুতি’, ‘ব্যোমকেশ’ ও ‘রবি ঠাকুরের গল্প’ অন্যতম।