শুরু হল হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল
হায়দরাবাদ: শুরু হল হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল (২০১৯)। গতকাল শহরে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন নাগার্জুন এবং অমলা আক্কিনেনি। তাঁর উদ্বোধনী ভাষণে অমলা বলেন, “আমি মনে করি যে কোনও ধর্মীয় উৎসবের থেকে ফিল্ম ফেস্টিভ্যাল হওয়া অনেক বেশি জরুরী কারণ সব ধর্মের মানুষ এখানে আসতে পারেন সাংস্কৃতিক যোগাযোগের ওপর ভিত্তি করে।”
নাগার্জুন এবং অমলা দুজনেই উল্লেখ করেন যে এই ফেস্টিভ্যালের গুরুত্ব অপরিসীম এবং তা অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপোযোগী। দেশের প্রতিটি শহরে এরকম ফেস্টিভ্যাল আরও হওয়া উচিত যেখানে বাংলা ছাড়াও মারাঠী, তামিল ও বিভিন্ন ভারতীয় ভাষার ছবি দেখানো হবে।
পুনরায় চালু হবে ইলোরা, জানিয়ে দিল মালিকপক্ষ
এই নিয়ে ছ’বছরে পা দিল হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানে কলকাতা থেকে উপস্থিত ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, প্রতিম ডি গুপ্ত, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, শতরূপা সান্যাল, সঞ্জয় নাগ, বৌদ্ধায়ন মুখোপাধ্যায়, ইন্দ্রনীল ঘোষ, শৈবাল মিত্র ও ইন্দ্রদীপ দাশগুপ্তর মত পরিচালকরা ও বাসবদত্তা চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের মত অভিনেতা-অভিনেত্রীরা।
ফেস্টিভ্যালের সূচনা হল বুদ্ধদেব দাশগুপ্তর ‘উড়োজাহাজ’ দিয়ে। এরপর দেখানো হয় সুব্রত সেনের ছবি ‘মানব মানবী’।
দুর্গাপুজোর পাশাপাশি এই ফিল্ম ফেস্টিভ্যাল হায়দরাবাদে বসবাসকারী বাঙালিদের এক মুখ্য উৎসব হয়ে উঠেছে।

