পুনরায় চালু হবে ইলোরা, জানিয়ে দিল মালিকপক্ষ
কলকাতা: বাংলা চলচ্চিত্র জগতের ভরাডুবি হাল। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ঐতিহ্যবাহী একক প্রেক্ষাগৃহ। কিছুদিন আগেই বন্ধ হয়ে গেছিল বেহালার ইলোরা সিনেমা হল। এই প্রেক্ষাগৃহে শেষ প্রদর্শিত ছবি ছিল ‘থাই কারি’। শো চলাকালীন দর্শক সংখ্যা ছিল মাত্র পাঁচ। লোকসানের ভারে নুয়ে পড়া ৯৫০ আসনযুক্ত প্রেক্ষাগৃহটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন মালিকপক্ষ। তবে প্রেক্ষাগৃহটির বর্তমান মালিক রতন সাহা জানিয়েছিলেন যে রাজ্য সরকারের তরফ থেকে বর্ধিত সার্ভিস চার্জ পেলেই তৎক্ষণাৎ পুনরায় চালু হবে ইলোরা।
দীর্ঘ ১৮ বছর পর গত ১১ জুলাই একক প্রেক্ষাগৃহগুলিকে বর্ধিত হারে সার্ভিস চার্জ নেওয়ার অনুমতি দেয় রাজ্য সরকার। তাই ইলোরা পুনরায় খোলার ব্যাপারে আশাবাদী রতনবাবু। গতকাল তিনি সংবাদমাধ্যমকে জানালেন, “আমি ইলোরা বন্ধ করছি না। সরকার সার্ভিস চার্জ বৃদ্ধির দাবী মেনে নেওয়ায় বাংলা ছবির ও একক প্রেক্ষাগৃহগুলির দুর্দশা কাটবে। আমি ইলোরাতে মাল্টিপ্লেক্সের মতো সুযোগ সুবিধা আনার চেষ্টা করব। শীঘ্রই নতুন রূপে খুলতে চলেছে প্রেক্ষাগৃহটি।”
উল্লেখ্য, বেহালার অজন্তা প্রেক্ষাগৃহের মালিকানাও রতনবাবুর হস্তাধীন। রাজ্যের বাকি একক প্রেক্ষাগৃহগুলিরও পরিকাঠামোগত উন্নয়নের জন্য হল মালিকদের অনুরোধ করেছেন তিনি। টাকা পেলেই একক প্রেক্ষাগৃহের পরিকাঠামোগত উন্নয়ন সম্ভব আর সেটা হলেই দর্শক সংখ্যা বৃদ্ধি পাবে, এমনটাই মনে করেন রতনবাবু।