প্রেক্ষাগৃহে মুক্তি নাও পেতে পারে ‘মানব মানবী’, জানালেন পরিচালক
কলকাতা: প্রেক্ষাগৃহে মুক্তি নাও পেতে পারে তাঁর আগামী ছবি ‘মানব মানবী’, এমনটাই জানালেন পরিচালক সুব্রত সেন। সুব্রতর শেষ ছবি ‘মিস্টার ভাদুড়ি’ মুক্তি পায় ২০১৬ সালে। বাণিজ্যিকভাবে তেমন সফল না হলেও, থ্রিলারপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছিল হিচকক ঘরানার এই ছবি।
‘মানব মানবী’র মুক্তি ব্যাপারে রেডিওবাংলানেট-কে সুব্রত জানালেন, “প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কি না, সেটা এখনই বলা সম্ভব নয়। এটা নিয়ে আমি এখনও অবধি কোনও চিন্তাভাবনা করিনি। প্রথাগতভাবে রিলিজ়ের জন্য এই ছবিটা বানানো হয়নি। আসলে এখন ছবি দেখার বা মুক্তির জন্য হল ছাড়াও বিভিন্ন মাধ্যম রয়েছে। দর্শকদের কাছে ছবিটা পৌঁছোল কি না, সেটাই আসল কথা। সেটা প্রেক্ষাগৃহে মুক্তির মাধ্যমে নাও হতে পারে।”
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
‘মানব মানবী’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার ও অরুণিমা ঘোষ। রাহুলের সঙ্গে এটা পরিচালকের দ্বিতীয় ছবি। এর আগে ‘মিস্টার ভাদুড়ি’-তেও রাহুল ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে।
নতুন ছবি সম্পর্কে সুব্রত জানালেন, “‘মানব মানবী’ একটি মার্ডার মিস্ট্রি। এটাও একেবারেই হিচকক ঘরানার থ্রিলার। ছবিটা করার চিন্তাভাবনা চলছিল ‘মিস্টার ভাদুড়ি’র আগে থেকেই। বিভিন্ন ফেজ়ে শ্যুট করেছি এই ছবিটা। আসলে করছি-করব করে ছবিটা আর শেষ করা হচ্ছিল না। সেটা এই বছর করলাম।”
১৬ জুলাই হায়দরাবাদে বাংলা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘মানব মানবী’।