কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘পার্সেল’

RBN Web Desk: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো ইন্দ্রাশিস আচার্যর ছবি ‘পার্সেল’। আজ উৎসবের শেষ দিনে বিভিন্ন বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর সেরা ভারতীয় ছবির পরিচালক হিসেবে হীরালাল সেন স্মৃতি পুরস্কার জিতে নিলেন ইন্দ্রাশিস। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য ও দামিনী বসু। 

‘পার্সেল’-এর কাহিনী এক চিকিৎসক দম্পতিকে ঘিরে। এই দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত ও ঋতুপর্ণা। তাঁদের মেয়ের গভর্নেসের চরিত্রে অভিনয় করেছেন শ্রীলা। একসময়ে কর্মরতা হলেও বর্তমানে ডাক্তারি ছেড়ে একজন গৃহবধূ হয়ে জীবন কাটাচ্ছেন ঋতুপর্ণা। হঠাৎ একদিন তার কাছে একটি পার্সেলে কিছু পুরোনো ছবি আসে। সেই ছবিগুলি তাকে অতীতের নানা কথা মনে করায়। কিন্তু প্রায়ই অকারণে কোনও এক অজানা ঠিকানা থেকে এরকম কিছু পুরোনো ছবি আসতে থাকার ফলে ঋতুপর্ণা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ক্রমে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে থাকে সে।

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

অন্যদিকে শাশ্বত যে হাসপাতালে চিকিৎসা করেন সেখানে এক রোগীর মৃত্যুকে ঘিরে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। সেই রোগীটির মৃত্যুর দায় ক্রমশই এসে পড়তে থাকে শাশ্বতর ওপরে। সামাজিকভাবে কোণঠাসা হয়ে সেও মানসিকভাবে বিপর্যস্ত হতে থাকে। এই দুই ক্রাইসিসকে পাশাপাশি রেখে এগিয়ে চলে ছবির কাহিনী। 

পার্সেল-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার। এই ছবিতে গানও গেয়েছেন ঋতুপর্ণা ও শ্রীলা। জনপ্রিয় লোকসঙ্গীত ‘বৃন্দাবন বিলাসিনী’ নতুন করে শোনা যাবে ঋতুপর্ণার কণ্ঠে। অন্যদিকে শ্রীলা গেয়েছেন ‘আমার রাত পোহালো’ রবীন্দ্রসঙ্গীতটি।

ডিসেম্বরে দিল্লীতে ডায়োরামা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হবে ‘পার্সেল’।

আগামী বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *