আলাপ-শ্রুতির সঙ্গে এবার জোট বাঁধতে আসছে নাদ ও সাজ়

RBN Web Desk: আলাপ আর শ্রুতির যুগলবন্দির পর বছর খানেক কেটে গেছে। পণ্ডিত কেদার মিশ্রর তানপুরার রহস্য ভেদ করতে একে-একে ধাঁধার ধাপ পেরিয়ে অনেক নামী সঙ্গীতশিল্পীর মুখোশ খুলে দিয়েছিল আলাপ। নিজের শিক্ষাগুরুকে পাইয়ে দিয়েছিল তার প্রাপ্য সম্মান। তারপর কী হলো? শ্রুতির সঙ্গে সম্পর্কটা টিকল কি? সঙ্গীতভিত্তিক সিরিজ়ে গানের সঙ্গে আলাপ-শ্রুতির জুটিও দর্শক মহলে জনপ্রিয় হয়েছিল গত বছর। সেই উন্মাদনাকে জিইয়ে রাখতে আলাপ-শ্রুতিকে ফিরিয়ে আনছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়, এই সিরিজ়ের দ্বিতীয় গল্প ‘রুদ্রবীণার অভিশাপ’-এ। নতুন সিজ়নে দুই নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন সৌরভ দাস ও দিতিপ্রিয়া রায়। একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন উষশী রায়। এছাড়াও থাকছেন বিক্রম চট্টোপাধ্যায়, রূপসা চট্টোপাধ্যায়,  শ্রীলেখা মিত্র, সুজন নীল মুখোপাধ্যায়, দেবশংকর হালদার, শুভাশিস মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, রূপাঞ্জনা মিত্র, প্রদীপ ভট্টাচার্য ও সুদীপ মুখোপাধ্যায়। গতকাল সিরিজ়ের প্রথম পর্বের ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পীরা। 

আলাপ-শ্রুতির সম্পর্ককে স্বীকৃতি দিয়ে তাদের বাগদান অনুষ্ঠানে উপস্থিত হয় নামী শিল্পীরা। সেই বাগদানের দিন থেকেই গল্প শুরু হয়। ললিত সেনের মেয়ে সাজ়ও (দিতিপ্রিয়া) আসে সেই অনুষ্ঠানে। এদিকে আলাপের ব্যক্তিগত জীবনে চলতে থাকে টানাপোড়েন। এরই মাঝে রুদ্রপুরের এক নতুন রহস্যে সে জড়িয়ে যায়। হদিশ করতে হবে এমন এক সূত্র যা ভেদ করতে পারলে জানা যাবে তানসেনের রাগ সঞ্জীবনী। খুঁজে বেড়ায় আলাপ। কিন্তু আলাপ কি একাই খুঁজছে সেই সূত্র? রুদ্রপুরের শ্রেষ্ঠ গায়ক নাদ (সৌরভ) কি আলাপকে সেই কাজে সাহায্য করবে, নাকি বাধা হয়ে দাঁড়াবে?

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

আলাপকে এবারের সিরিজ়ে কীভাবে পাওয়া যাবে? “নাদ আর আলাপের মধ্যে একটা সঙ্গীতের লড়াই থাকবে। আলাপ খুব ছোট বয়স থেকেই সঙ্গীতে পারদর্শিতা অর্জন করেছিল। এবার আলাপকে চ্যালেঞ্জ করবে নাদ। আলাপ সেই প্রতিযোগিতাকে কীভাবে নেবে, সেটা এই সিরিজ়ে একটা বড় অংশ জুড়ে থাকবে। এছাড়াও একটা অ্যাডভেঞ্চার থাকছে। আলাপের ব্যক্তিগত জীবনে কিছু জটিলতা আছে। সব মিলিয়ে রুদ্রবীণার জার্নিটা ‘তানসেনের তানপুরা’র চেয়েও বেশি জটিল হতে চলেছে,” রেডিওবাংলানেট-কে জানালেন বিক্রম।

‘তানসেনের তানপুরা’র পরিচালক ছিলেন সৌমিক চট্টোপাধ্যায়। এবার সেই আসনে রয়েছেন জয়দীপ। পরিচালক বদল হলেও, মাঝে অনেকটা সময় কেটে যাওয়ার কারণে অভিনয়ের ক্ষেত্রে আলাদাভাবে কোনও ধাক্কা লাগেনি বলে জানালেন বিক্রম। “তবে এবারে সবথেকে কঠিন ছিল শাস্ত্রীয় সঙ্গীতে ঠোঁট মেলানো। কঠিন সমস্ত তানে লিপ দিতে গিয়ে আমার আর সৌরভের সাংঘাতিক অবস্থা হয়েছিল,” হাসতে-হাসতে বললেন বিক্রম।



জয়দীপের সঙ্গে বিক্রমের এটাই প্রথম কাজ। “কোনও অসুবিধা হলে জয়দীপদা খুব সহজেই সেটা বুঝিয়ে দিতে পারেন, কারণ তিনি নিজেও একজন অভিনেতা,” বললেন বিক্রম। 

‘তানসেনের তানপুরা’র সময়ে দ্বিতীয় সিজ়ন নিয়ে তাঁদের কোনও পরিকল্পনা ছিল না বলে জানালেন রূপসা। শ্রুতির চরিত্রাভিনেত্রীর মতে দর্শকদের চাহিদাতেই ফিরে আসছেন তাঁরা। “তানসেন মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছে যেরকম প্রতিক্রিয়া পেয়েছি, আমরা সেটা ভাবতে পারিনি। সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ দিয়ে দর্শকরা লিখেছিলেন আবার ফিরুক আলাপ-শ্রুতি। সেই চাহিদার কারণেই ফিরে আসা। ‘রুদ্রবীণার অভিশাপ’ অনেক বেশি উত্তেজনাপূর্ণ হবে। আমার আর আলাপের সম্পর্কটা একইরকম থাকবে, বরং এক ধাপ এগিয়ে যাবে বলা যায়। আগের সিরিজ়ের সঙ্গে এটার অবশ্যই যোগ রয়েছে। সেটা দর্শক দেখলেই বুঝতে পারবেন,” বললেন রূপসা।

একমাস ধরে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় ‘রুদ্রবীণার অভিশাপ’-এর শুটিং হয়েছে। সাজ়ের চরিত্রে থাকা দিতিপ্রিয়াকে বাঁশি ও সানাই বাজাতে দেখা যাবে। এর জন্য তাঁকে এই বাদ্যযন্ত্রগুলো কিছুটা করে শিখতে হয়েছে।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

নতুন সিরিজ়ের দায়িত্বে এসে কাজটা কতটা কঠিন লেগেছিল? “গান আমার নিজের খুব ভালো লাগার জায়গা,” বললেন জয়দীপ। “ওটাই আমার কাছে মূল আকর্ষণ ছিল। বাকি চরিত্রগুলোকে আমি তাদের মতো করেই করতে দিয়েছি। প্রত্যেকে এত ভালোভাবে চরিত্রের সঙ্গে মিশে গিয়েছে যে তাদের আলাদা করে কোনও নির্দেশ দিতে হয়নি। ‘রুদ্রবীণার অভিশাপ’ আমি একটা নতুন সিরিজ় হিসেবেই দেখেছি। চরিত্রদেরও প্রয়োজনমতো সেইভাবেই গড়ে নিয়েছি।”

আগের বারের মতো এবারও সঙ্গীতের দায়িত্বে রয়েছেন জয় সরকার। গান গেয়েছেন জিমূত রায়, শোভন গঙ্গোপাধ্যায় ও অন্যান্যরা।

২৪ ডিসেম্বর হইচইতে মুক্তি পেতে চলেছে ‘রুদ্রবীণার অভিশাপ’-এর প্রথম পর্ব। 

ছবি: গার্গী মজুমদার

 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *