প্রত্যাবর্তনেই সমাপ্তি, জানালেন সৃজিত
RBN Web Desk: আট বছর আগে, ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘মিশর রহস্য’। এরপর ২০১৭ সালে আসে ‘ইয়েতি অভিযান’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সন্তু-কাকাবাবু সিরিজ়ের পরবর্তী ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তি পেতে চলেছে ৪ ফেব্রুয়ারি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-আরিয়ান ভৌমিক জুটিকে আবারও বড়পর্দায় দেখা যাবে।
তবে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ দিয়েই শেষ হতে চলেছে সৃজিত পরিচালিত এই সিরিজ়। সম্প্রতি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন পরিচালক। বড়পর্দায় ছবি করার মতো সন্তু-কাকাবাবু সিরিজ়ের আর কোনও কাহিনী নেই বলে মনে করেন সৃজিত। তাই তাঁর পরিচালনায় এই তিন নম্বর ছবি দিয়েই সিরিজ়ের সমাপ্তি হবে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
এদিকে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর দিনই মুক্তি পেতে চলেছে সৃজিত পরিচালিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’। এই ছবির নামভূমিকায় অভিনয় করেছেন তাপসী পন্নু। এছাড়া বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বায়োপিক পরিচালনা করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।