বিশিষ্ট অভিনেতা ইরফান খানের জীবনাবসান
RBN Web Desk: চলে গেলেন বিশিষ্ট অভিনেতা ইরফান খান। আজ মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল কোলনে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৩ বছর। তাঁর স্ত্রী ও দুই সন্তান বর্তমান।
চিকিৎসার জন্য দীর্ঘদিন লন্ডনে ছিলেন নিউরো এন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত ইরফান। শোনা গিয়েছিল অনেকটাই সুস্থ হয়ে উঠছিলেন তিনি। অসুস্থ শরীরেই পরিচালক হোমি আদজানিয়ার ‘আংরেজ়ি মিডিয়াম’ ছবিটি শেষ করেন ইরফান। মার্চের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে দেশ জুড়ে লকডাউনের কারণে বেশিদিন প্রেক্ষাগৃহে চলেনি ‘আংরেজ়ি মিডিয়াম’।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
১৯৬৭ সালের ৭ জানুয়ারি জয়পুরে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। হিন্দির পাশাপাশি একাধিক হলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হলো ‘লাইফ ইন এ মেট্রো’, ‘পান সিং তোমার’, ‘বিল্লু’, ‘লাইফ অফ পাই’, ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘লাঞ্চ বক্স’, ‘দ্য নেমসেক’, ‘পিকু’, ‘মকবুল’, ‘হিন্দি মিডিয়াম’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ও ‘দ্য অ্যামেজ়িং স্পাইডারম্যান’। তাঁর ব্যতিক্রমী অভিনয়ের জন্য হিন্দি ছবিতে সুনাম কুড়িয়েছিলেন ইরফান। পেয়েছিলেন জাতীয় পুরস্কার। ২০১১ সালে অভিনয়ের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তিনি।
প্রসঙ্গত গত শনিবার জয়পুরে মারা যান অভিনেতার মা সঈদা বেগম। ইরফান মুম্বইতে থাকায় লকডাউনের কারণে জয়পুর পৌঁছতে পারেননি।