বিক্রমের সঙ্গীতে বাবার সৃষ্ট সুর বাজাবেন অনুষ্কা
কলকাতা: শুভ্রজিৎ মিত্রর ‘অভিযাত্রিক’-এ অপু থিম বাজাবেন অনুষ্কা শঙ্কর, এমনটাই জানালেন এই ছবির সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির শেষ ছবি ছিল ‘অপুর সংসার’ (১৯৫৯)। ‘অপরাজিত’র যে অংশে সত্যজিৎ ‘অপুর সংসার’ শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু হবে শুভ্রজিতের ছবি। সত্যজিতের ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’ ছবির সঙ্গীতের দায়িত্বে ছিলেন রবিশঙ্কর।
‘অভিযাত্রিক’-এ অপু ও কাজলের ভূমিকায় থাকছেন অর্জুন চক্রবর্তী ও আয়ুষ্মান মুখোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, দিতিপ্রিয়া রায়, সোহাগ সেন, বরুণ চন্দ ও রূপাঞ্জনা মিত্র।
কেমন হতে চলেছে ‘অভিযাত্রিক’-এর সঙ্গীত? “ছবির বিষয়টা তো একটা ভীষণ পছন্দের জায়গা। তবে একই সঙ্গে কঠিনও। পন্ডিত রবিশঙ্কর যে ছবির সুর করে গেছেন সেখানে হাত দেওয়া একটা বিরাট চ্যালেঞ্জ,” মেনে নিলেন বিক্রম।
আরও পড়ুন: ‘পথের পাঁচালী’র মতোই অবস্থা হয়েছিল ‘ফেলুদা’ তথ্যচিত্রের: সাগ্নিক
‘পথের পাঁচালি’র শীর্ষ সঙ্গীত সম্ভবত ভারতীয় ছবির সব থেকে আইকনিক সুর। সেই থিমকে অবিকৃত রেখেই কাজ করবেন বিক্রম। ‘অভিযাত্রিক’-এ থাকবে শাস্ত্রীয় সঙ্গীতের প্রাধান্য। “আমি অনুষ্কার সঙ্গে কথা বলেছি এটা নিয়ে, যেহেতু ওর বাবার করা থিম,” জানালেন বিক্রম। “অনুষ্কা ওটা বাজাবে নিজের মতো করে। মূল থিমটা রেখে সম্পূর্ণ ক্লাসিকাল ফর্মে হবে কাজটা। কিছু জায়গায় সামান্য ফোক হয়তো থাকতে পারে।”
এই ছবির সঙ্গীতের ক্ষেত্রে কোনও আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার করছেন না বিক্রম। “সেতার, সরোদ ছাড়াও বাঁশির ব্যবহার তো থাকবেই, যেহেতু গ্রাম বাংলার আমেজটা রয়েছে। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে এই ছবিতে,” জানালেন তিনি।
‘অভিযাত্রিক’-এ শাস্ত্রীয় সঙ্গীতের বিশুদ্ধতাকে গুরুত্ব দেওয়া হবে। যে সময়ের কথা কাহিনীতে বলা হয়েছে, তখন শাস্ত্রীয় সঙ্গীতের যে ধারা ছিল তাকেই ফিরিয়ে আনা হবে এই ছবিতে। বাঁশির জন্য রনু মজুমদারের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানালেন বিক্রম। তবে সেতারে অনুষ্কা থাকলেও সরোদে কে থাকবেন তা এখনও ভাবেননি তিনি। প্রসঙ্গত ‘কাদম্বরী’ ছবিতে তাঁর সঙ্গীত পরিচালনায় সরোদ বাজিয়েছিলেন আমজাদ আলী খান।
আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
“আমি এই ব্যাপারে খুব ভাগ্যবান মনে করি নিজেকে। যখনই কোনও বিখ্যাত শিল্পীকে অনুরোধ করেছি তাঁরা আমার কথা রেখেছেন,” বললেন বিক্রম।
ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীত থাকতে পারে। তবে এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এছাড়া বিশেষ কিছু সংযোজনের কথাও ভেবেছেন বিক্রম। “ব্যাকগ্রাউন্ডে শাস্ত্রীয় সঙ্গীতের ভোকাল ব্যবহার করার ইচ্ছে রয়েছে,” জানালেন তিনি। “তবে সবটাই ঠিক হবে ছবির শ্যুটিং শেষ হওয়ার পর। আসলে যতই বলা হোক ছবিটা এইভাবে তৈরি করা হবে বা এই ধরণের দৃশ্য থাকবে, শেষ লুকটা না পাওয়া অবধি বোঝা যায় না কিভাবে সুর করলে সেটা ঠিকঠাক হবে।”
আগামী সপ্তাহ থেকে ‘অভিযাত্রিক’-এর কাজ শুরু করবেন বলে জানালেন বিক্রম।