‘সোয়েটার’-এর পর শিলাদিত্যর নতুন ছবিতে সাহেব, অর্পিতা, প্রান্তিক
কলকাতা: মানবজীবনের এক চিরকালীন প্রশ্ন, মানুষ কেন ভালোবাসে? পৃথিবী থেকে মঙ্গলাভিযান হয়ে গেলেও আজও এ প্রশ্নের উত্তর অজানা থেকে গেছে। শরীরের কোন অঙ্গ মানুষকে ভালোবাসতে শেখায়? ভালোবাসার মূল কারণ কি আমাদের হৃদপিন্ড? তাহলে ভালোবাসা হারিয়ে গেলে হৃদপিন্ডে যন্ত্রণা হয় না কেন? ভালোবাসার মানুষকে দেখলে কি একটা মানুষের হৃদস্পন্দন বেড়ে যায়? হৃদয়েরও কি তাহলে নিজস্ব চিন্তাশক্তি আছে?
এমন সব অদ্ভুত প্রশ্ন মাঝে মাঝে উঁকি দেয় মনের কোণে। বলা বাহুল্য এই সব প্রশ্নের উত্তর বেশ জটিলও। এইরকম নানা প্রশ্নের উত্তর দিতেই আসছে পরিচালক শিলাদিত্য মৌলিকের পরবর্তী ছবি। গতকাল শহরে এই ছবির ঘোষণা করলেন পরিচালক। ‘সোয়েটার’-এর সাফল্যের পর শিলাদিত্যর এখনও পর্যন্ত নাম না হওয়া এই ছবিতে অভিনয় করবেন অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
শিলাদিত্য জানালেন, এই ছবিতে অর্পিতাকে এমন চেহারায় দেখা যাবে যেভাবে আগে কখনও দেখা যায়নি। সাহেব এবং প্রান্তিকের চরিত্রও একেবারেই অন্যরকম বলে দাবী পরিচালকের। তাঁর মতে এই ছবি আবেগ ও অভিনয়ের দিক থেকে ‘সোয়েটার’কে ছাপিয়ে যাবে। “অভিনেতারা সকলেই ওয়ার্কশপে যথেষ্ট খেটেছেন ও তাদের সেরাটা দিয়েছেন.” দাবী পরিচালকের। “তবে বিষয়বস্তু যতই জটিল হোক না কেন আমি সেই গল্প বলার জন্য আমার সহজ স্টাইলকেই বেছে নেব। আমি চাই দর্শক ছবি দেখতে এসে ছবিকেই উপভোগ করুন। অহেতুক জটিলতা বাড়িয়ে দর্শককে চিন্তাগ্রস্ত করার কোনও মানে হয় না।”
ছবির সংলাপ হবে বাস্তবসম্মত কথোপকথনের মতো। দৃশ্যগ্রহণেও অন্যরকম ভাবনাচিন্তা থাকবে বলে জানালেন শিলাদিত্য।
এ মাস থেকেই শুরু হবে ছবির শ্যুটিং।