প্রথমবার একসঙ্গে মৈনাক-মিমি, পাশে সম্পূর্ণা
RBN Web Desk: পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘মিনি’র মুখ্যচরিত্রে অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী। এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। ছবিটি উপস্থাপনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী ও রাহুল ভঞ্জ। মিমির মতোই এই প্রথম কোনও ছবি প্রযোজনার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সম্পূর্ণা।
‘মিনি’ মূলত স্বাধীনচেতা এক মেয়ের পারিবারিক দায়িত্ববোধ, মূল্যবোধের গল্প। একদিকে ‘মিনি’ যেমন ভীষণরকম আধুনিক, অন্যদিকে সে পরিবারের প্রতি রক্ষণশীল। চরিত্রের এই বৈপরীত্য, দোলাচল একটা মেয়েকে ঠিক কতটা সহনশীল করে সেটাই দেখা যাবে ছবিতে।
আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন
এই মুহূর্তে দিল্লিতে লোকসভার বাদল অধিবেশনে ব্যস্ত অভিনেত্রী-সাংসদ মিমি। সেখান থেকেই তিনি সংবাদমাধ্যমকে জানালেন, “বাংলায় নারীকেন্দ্রিক ছবি খুব কমই হয়। মৈনাক যে এরকম একটা ছবিতে আমার কথা ভেবেছে তার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। এইরকম চরিত্রে আমাকে দর্শক আগে কখনও দেখেননি এইটুকু বলতে পারি।”
ছবির চিত্রনাট্যও লিখেছেন মৈনাক। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’ ছবির চিত্রনাট্যও মৈনাকেরই লেখা। সেই ছবিতে অভিনয় করেছিলেন মিমি। “’ক্রিসক্রস’-এর শুটিংয়ের সময়ই মৈনাকের সঙ্গে আমার প্রথম কথা হয়। তখন ও ‘মিনি’র চিত্রনাট্য নিয়ে ব্যস্ত ছিল। পরে লকডাউনের সময় ফোনে মৈনাক আমাকে পুরো গল্পটা শোনায়,” জানালেন মিমি।
মিমির সঙ্গে প্রথমবার কাজ করা নিয়ে উচ্ছ্বসিত মৈনাক। “কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আশা করছি আগস্টের শেষে শুটিং শুরু করতে পারব,” জানালেন মৈনাক। ‘চিনি’র পর আপাতত ‘একান্নবর্তী’র পোস্টপ্রোডাকশন নিয়ে ব্যস্ত তিনি।
“আমার আর রাহুলের এই নতুন অধ্যায় নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত,” বললেন সম্পূর্ণা। “সাধারণত নায়ক-নায়িকারা কোনও প্রযোজনার সঙ্গে সরাসরি যুক্ত হলে তাঁরা সেই ছবিতে অভিনয়ও করেন। আমার তেমন কোনও পরিকল্পনা নেই। বরং আমি ভালো গল্প পর্দায় তুলে ধরতে চাই। ভালো ছবি বানাতে চাই।”
ছবি নিয়ে এখনই খোলসা করে কিছু জানাতে নারাজ মৈনাক। অরিন্দম শীলের ‘খেলা যখন’-এ অভিনয় করছেন মিমি। আশা করা যাচ্ছে যে ‘খেলা যখন’-এর মাঝেই ‘মিনি’র লুক সেট ও ছবির অন্যান্য চরিত্রের বিষয় জানা যাবে।