অপহরণ ও দাবিদাওয়ায় ছিটমহল সমস্যা নিয়ে ‘দাফান’

RBN Web Desk: ছিটমহল, অর্থাৎ এক দেশের ভূখণ্ডের মধ্যে থেকে যাওয়া অন্য দেশের কিছুটা অংশ। লর্ড মাউন্টব্যাটেনের কথামতো দেশভাগের সময় ভারত-পাকিস্তানের সীমানা চিহ্নিত করার কাজ মাত্র ছ’সপ্তাহে শেষ করেছিলেন সিরিল র‌্যাডক্লিফ। এই কাজে নিযুক্ত হওয়ার আগে কখনও ভারতে আসেননি র‌্যাডক্লিফ। ভারত সম্পর্কে প্রায় কিছুই জানতেন না তিনি। ফলে দু’দেশের সীমানার মধ্যে অসংখ্য ছিটমহলের সৃষ্টি হয়েছিল। ২০১৫ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহলের সমস্যা পাকাপাকিভাবে মিটে গেলেও এখনও রয়ে গেছে অবহেলিত নাগরিকত্বের যন্ত্রণার কাঁটা। তেমনই এক ছিটমহলের ঘটনা নিয়ে আসছে সুজয় পাল ও অংশুমান বন্দোপাধ্যায়ের ছবি ‘দাফান’। অভিনয়ে থাকবেন অনুভব কাঞ্জিলাল, অঙ্কিতা চক্রবর্তী, অনুষ্কা চক্রবর্তী, দেবেশ রায়চৌধুরী ও রেমো।

‘দাফান’-এর গল্প কী নিয়ে?

তিনজন বন্দুকধারী পুরুষ ও একজন মহিলা মিলে একদিন মাঝরাতে রাস্তার ওপর থেকে একটি অ্যাম্বুলেন্স ছিনতাই করে। অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা এক অন্তঃসত্ত্বা মহিলা ও তার স্বামীকে পণবন্দি করে তারা। তারপর চলতে থাকে সরকারের সঙ্গে বাদানুবাদ ও দাবিদাওয়ার চাপানউতোর। সময়ের সঙ্গে-সঙ্গে তাদের ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে ক্রমশ খুলে যেতে থাকে সামাজিক ও রাজনৈতিক ভন্ডামির মুখোশগুলো। 

আরও পড়ুন: বাণিজ্যিক ছবিতেই ভরসা রাখতে চান নুসরত, যশ, ঋতুপর্ণা

“এই ছবিতে বাস্তববাদ, পরাবাস্তবতা ও জাদু বাস্তবতার মিশেল দেখা যাবে, যা দর্শকদের জন্য এক আকর্ষক ভিস্যুয়াল ট্রিট হয়ে উঠবে,” বললেন সুজয় পাল ও অংশুমান।

ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন বানীব্রত আদক। চিত্রগ্রহণে থাকবেন শুভদীপ নস্কর। সঙ্গীত পরিচালনায় থাকবেন অমিত-ঈশান। 

২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ছবির শুটিং। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *