বাচ্চাদের নাচের রিয়্যালিটি শো নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় সরকার
RBN Web Desk: বিভিন্ন বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে বাচ্চাদের নাচের রিয়্যালিটি শো নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে যে এবার থেকে কোনও রিয়্যালিটি শো-তে বাচ্চাদের দিয়ে তাদের বয়সের অনুপযুক্ত কিছু করানো যাবে না।
বিনোদনমূলক চ্যানেলে বাচ্চাদের সঙ্গে যে ভাবে ব্যবহার করা হয় তা নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। বিশেষ করে নাচের রিয়্যালিটি শো-তে তাদের ইঙ্গিতপূর্ণ ভঙ্গিতে নাচ, কঠোর পরিশ্রম এবং ফ্লোরে রীতিমত জিমন্যাস্টদের মত কসরৎ করে দেখাতে হয়। এসবই বাচ্চাদের বয়সের পক্ষে একেবারই অনুপযুক্ত। অনেক সময়ই বিচারকদের বাহবা পাওয়ার জন্য প্রথাগত নাচের থেকে একটু বেশিই লম্ফঝম্ফ, খেলা দেখানো হয়ে থাকে। গানের রিয়্যালিটি শো-তেও বড়দের গাওয়া কঠিন গান বাচ্চাদের দিয়ে গাওয়ানো হয়।
বিবাহিত জীবনে অ্যাডভেঞ্চার খোঁজার গল্প
তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে এসব কোনও কিছুই বাচ্চাদের দিয়ে করানো যাবে না। বয়সের অনুপযুক্ত কিছু করে দেখাতে গেলে শিশুমনে তা বিরূপ প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রক। প্রত্যেকটি বিনোদনমূলক চ্যানেলকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনও অভিযোগ পেলে তা খতিয়ে দেখবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতেও পিছপা হবে না।