অমিত কুমারকে বিশেষ সম্মান জানালো হাউজ় অফ কমন্স

লন্ডন: ভারতীয় সঙ্গীতে তাঁর অবদানের জন্য অমিত কুমারকে এক বিশেষ সম্মান দিল হাউজ় অফ কমন্স। গতকাল শহরে এক সভায় এই সম্মাননা প্রদান করেন সাংসদ বব ব্ল্যাকম্যান। বিশিষ্ট এই গায়কের হাতে তুলে দেওয়া হয় একটি স্মারক ও ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে’র মানপত্র। সভায় মানপত্রটি পড়েও শোনানো হয়।

ব্ল্যাকম্যান ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কিথ ভাজ়, হাউজ় অফ লর্ডসের প্রবীণ সদস্য নবনীত ঢোলাকিয়া, রেডব্রিজের মহানাগরিক জুলফিকর হোসেন, হ্যারোর কাউন্সিলর অঞ্জনা প্যাটেল ও লন্ডন পুলিশের উর্ধতন কর্মকর্তা কার্ল লিন্ডলে। এছাড়াও ছিলেন লন্ডনে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা রোহন সামন্ত ও ইন্ডিয়া ট্র্যাভেলস সংস্থার সভাপতি সুরেশ কুমার।

তাশি গাঁওয়ে একদিন

সম্মাননা প্রদানের আগে তাঁর অভিনীত ‘দূর গগন কি ছাঁও মে’ ছবি থেকে ‘আ চল কে তুঝে’ গানটির কয়েক লাইন গেয়ে শোনান অমিত কুমার। ১৯৬৪ সালের এই ছবিতে পিতা কিশোর কুমারের সঙ্গে অভিনয় করেন তিনি।

অনুষ্ঠানে তাঁর সঙ্গীত জীবনে কিশোর কুমার ও রাহুল দেব বর্মণের অবদান সশ্রদ্ধ স্মরণ করেন অমিত কুমার।

ছবি: সুরেশ কুমার

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *