‘রামায়ণ’ই প্রথম নয়, স্মৃতিতে ডুব দিলেন সুনীল
RBN Web Desk: করোনা ভাইরাসের কবলে গোটা পৃথিবী এখন গৃহবন্দী। ভারতে ৩ মে পর্যন্ত ঘোষণা করা হয়েছে লকডাউন। সমস্ত সিনেমা ও ধারাবাহিকের শুটিং বন্ধ। কবে তা ফের শুরু হবে ঠিক নেই। এমতাবস্থায় টেলিভিশনের পর্দায় ফিরেছে ‘রামায়ণ’, ‘মহাভারত’ ও ‘শক্তিমান’-এর মতো এক সময়ের বিপুল জনপ্রিয় ধারাবাহিক।
আশির দশকে জাতীয় টেলিভিশনে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল রামানন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’ ১৯৮৭ সালের ২৫ জানুয়ারি সম্প্রচারিত হয় এই ধারাবাহিকের প্রথম পর্ব। রাম, লক্ষণ ও সীতার চরিত্রে অভিনয় করে তুমল জনপ্রিয়তা লাভ করেন অরুণ গোভিল, সুনীল লহরী এবং দীপিকা চিখলিয়া।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
তবে ‘রামায়ণ’ই সুনীল এবং দীপিকার একসঙ্গে অভিনীত প্রথম ধারাবাহিক নয়। তার আগেও রামানন্দের পরিচালনায় একটি পৌরাণিক কাহিনীভিত্তিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন তাঁরা। স্মৃতিতে ডুব দিয়ে সেই ছবিই সম্প্রতি সুনীল শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।
‘রামায়ণ’-এর পরে ১৯৯১ সালে চেতন আনন্দের পরিচালনায় ‘পরম বীর চক্র’ ধারাবাহিকের একটি পর্বে অভিনয় করেন সুনীল। অন্যদিকে হিন্দি, কন্নড় ও বাংলা সমেত একাধিক ছবিতে অভিনয় করেন দীপিকা। তবে আজও অরুণ, সুনীল ও দীপিকাকে মানুষ ‘রামায়ণ’-এর জন্যই মনে রেখেছেন।