বিবাহিত জীবনে অ্যাডভেঞ্চার খোঁজার গল্প
কলকাতা: অনুপম ও রজত ছোটবেলার বন্ধু, যাকে বলে হরিহর আত্মা। একটা সময়ের পর বিয়ে হয় দুজনেরই। কিন্তু বিবাহিত জীবনে প্রাথমিক রোমাঞ্চ পর্ব শেষ হতে বেশি দিন লাগে না। তাই বউদের গোদা বাংলায় ঢপ দিয়ে নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে পড়ে দুই বন্ধু। পথে দুর্ধর্ষ ডাকাত বুলেট সিংয়ের খপ্পরে পড়ে তারা।
তারপর কি হল, তাই নিয়েই পরিচালক বিরসা দাশগুপ্ত নিয়ে আসছেন তার পরবর্তী ছবি ‘বিবাহ অভিযান’।
অনুপম, রজত ও বুলেট সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ ও অনির্বাণ ভট্টাচার্য। এই তিনজনের বউদের চরিত্রে দেখা যাবে যথাক্রমে নুসরাত ফারিয়া, সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকারকে। রুদ্রনীলের মূল গল্প অবলম্বনে এই ছবি পরিচালনা করছেন বিরসা।
গতকাল ‘বিবাহ অভিযান’-এর সাংবাদিক সম্মেলনে অঙ্কুশ, রুদ্রনীল ও অনির্বাণ এলেন পান পাতায় মুখ ঢেকে আর নুসরাত, সোহিনী ও প্রিয়াঙ্কার হাতে ছিল টোপর।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
রুদ্রনীল জানালেন, “দেখুন, আজ অবধি কোনও স্বামীই তার বউকে ফাঁকি দিয়ে কিছু করতে পারেনি। করতে গেলে তার কি পরিণতি হয়, তাই নিয়েই এই ছবি। একদম হালকা মেজাজে বাড়ির সবাইকে নিয়ে দেখার মত মজার ছবি ‘বিবাহ অভিযান’। প্রত্যেকটি মধ্যবিত্ত বাড়িতে যে সব ঘটনা ঘটে থাকে, সেগুলোই মজার মোড়কে দু’ঘন্টার মধ্যে পরিবেশন করেছি আমরা।”
বিরসার দাবী, “একদম মৌলিক গল্প নিয়ে মূলধারার হাসির ছবি ‘বিবাহ অভিযান’। টালিগঞ্জের পরিচালকদের বিরুদ্ধে হামেশাই অভিযোগ ওঠে যে আমরা নাকি মৌলিক ছবি করি না। এই অভিযোগককে ভুল প্রমাণ করার জন্য একেবারে জমাটি, হাসি-আনন্দে ভরপুর একটা ছবি বানিয়েছি।”
যে জন থাকে মাঝখানে
চেনা ইমেজের বাইরে গিয়ে কি অনেকটাই অন্য ধরণের এক চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে?
“না। বরং ঠিক উল্টোটা,” বললেন অঙ্কুশ। “আমার যে ধরণের ছবি করে পরিচিতি, সেই ঘরানায় স্বাগত জানাতে চাই রুদ্রদা আর অনির্বাণকে। কমেডি চরিত্রে অভিনয় করা সবথেকে কঠিন কাজ। একটু এদিক ওদিক হলেই দর্শক ছেড়ে কথা বলবে না। তাই অন্য যে কোনও চরিত্রের থেকে কমেডিতে খাটতে হয় অনেক বেশি। আশা করছি ছবিটা সবার ভালো লাগবে।”
‘বিবাহ অভিযান’-এর সঙ্গীত হেঁসেল সামলেছেন জিৎ গাঙ্গুলী।
২১ জুন মুক্তি পাচ্ছে ‘বিবাহ অভিযান’।