আন্দোলনের পথে টেকনিশিয়নরা
RBN Web Desk: প্রযোজক রানা সরকারের সংস্থা দাগ মিডিয়া দ্বারা প্রযোজিত বাংলা ধারাবাহিকগুলিতে কর্মরত অভিনেতা-অভিনেত্রীদের বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার সমাধানসূত্র বেরোলেও, টেকনিশিয়নরা রয়ে গিয়েছেন অন্ধকারেই। তাঁদের প্রাপ্য টাকার পরিমাণও কিছু কম নয়। এই ইস্যুতে এবার আন্দোলনের পথে হাঁটতে চলেছেন তারা।
১১ জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে আর্টিস্টস ফোরাম জানিয়ে দেয় যে রানা সরকার তিনটি মুখ্য বাংলা বেসরকারী বিনোদমূলক চ্যানেলকে বকেয়া পারিশ্রমিক মেটানোর জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন। ফলে শিল্পীদের বকেয়া পাওনা মেটাতে আর কোনও জটিলতা নেই। যদিও এই প্রাপ্য পারিশ্রমিকের পুরো টাকা না পাওয়া অবধি তারা নিশ্চিন্ত হবেন না বলেই জানিয়েছিল ফোরাম।
বড় পর্দায় ফের নিখিলেশ-বিমলা-সন্দীপের গল্প, মুক্তি পেল টিজ়ার
কিন্তু রানার প্রযোজিত ‘জয় বাবা লোকনাথ’, ‘আমি সিরাজের বেগম’, ‘খনার বচন’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ও ‘প্রথম প্রতিশ্রুতি’, এই পাঁচটি ধারাবাহিকের টেকনিশিয়নরা দিনের পর দিন কাজ করেও টাকা পাননি বলে অভিযোগ। এর মধ্যে ‘আমি সিরাজের বেগম’-এর সম্প্রচার গত ফেব্রুয়ারী মাসে শেষ হয়েছে। আর এক প্রযোজক সুব্রত রায়ের প্রযোজনায় চলা ধারাবাহিকগুলির ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিয়েছে।
‘ব্রহ্মদৈত্য’ কিনে বিপাকে সায়নী
এই সব কারণেই ২৩ তারিখ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়নস অ্যান্ড ওয়র্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে এক জরুরী সভা ডাকা হয়েছে। সেদিন সমস্ত ধারাবাহিকের শ্যুটিং বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে ফেডারেশন। সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস সংবাদমাধ্যমকে জানালেন যে পাওনা সংক্রান্ত সমস্যার কারণেই এই সভা ডাকা হয়েছে। তবে এর বাইরেও কিছু বিষয়ে আলোচনা হবে। টালিগঞ্জের অনেক টেকনিশিয়নই উপস্থিত থাকবেন সেদিনের সভায়, জানালেন স্বরূপ।
তবে ফেডারেশন লাগাতার আন্দোলনের পথে গেলে অভিনেতা-অভিনেত্রী ও বিভিন্ন বেসরকারী বিনোদনমূলক চ্যানেলগুলিও অসুবিধার মুখে পড়বে। সেক্ষেত্রে চ্যানেলগুলির ধারাবাহিকগুলির পুরনো পর্ব সম্প্রচার করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।