মিলবে বর্ধিত সার্ভিস চার্জ, ধর্মঘটে যাচ্ছে না ইম্পা
কলকাতা: রাজ্যের একক প্রেক্ষাগৃহগুলি নিতে পারবে বর্ধিত সার্ভিস চার্জ, তাই ১৯ জুলাই থেকে ধর্মঘটে যাচ্ছে না ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন (ইম্পা)। আজ ইম্পার তরফে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি পিয়া সেনগুপ্ত জানান, “রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দাবী মতো একক প্রেক্ষাগৃহগুলিকে টিকিটের উপর বর্ধিত সার্ভিস চার্জ নেওয়া অনুমোদন করেছেন এবং এই সংক্রান্ত নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছেন। তাই ১৯ জুলাই থেকে প্রস্তাবিত ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি আমরা।”
পিয়া ছাড়াও আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইম্পার এক্সিবিটর সেকশনের সভাপতি সুভাষ সেন ও ডিস্ট্রিবিউটর সেকশনের সভাপতি সরোজ মুখোপাধ্যায়। এছাড়াও ছিলেন ইলোরা প্রেক্ষাগৃহের মালিক রতন সাহা সহ অন্যান্য হল মালিকেরা।
১০ জুলাই ইম্পার তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে সরকার যদি একক প্রেক্ষাগৃহগুলিতে সিনেমার টিকিটের উপর সার্ভিস চার্জ বৃদ্ধির দাবী মেনে না নেয়, তাহলে ১৯ জুলাই থেকে অনির্দষ্টকালীন ধর্মঘটের পথে যাবেন তাঁরা। ইম্পার আবেদন গতকাল মঞ্জুর করে রাজ্য সরকার।
প্রতিবাদ করতে এগিয়ে আসেননি কেউ, ক্ষোভ স্বস্তিকার
দীর্ঘ ১৮ বছর পর বৃদ্ধি পেল একক প্রেক্ষাগৃহের সার্ভিস চার্জ। এতদিন পর্যন্ত টিকিট পিছু শীততাপ নিয়ন্ত্রিত হলের ক্ষেত্রে ৩ টাকা, ব্লোয়ার দিয়ে ঠান্ডা করা হলে ২.৫০ টাকা এবং পাখা লাগানো হলের ক্ষেত্রে ২ টাকা সার্ভিস চার্জ নেওয়া হত। গতকাল সরকারের তরফ থেকে এক নতুন নির্দেশে ওই সার্ভিস চার্জ বাড়িয়ে টিকিট প্রতি যথাক্রমে ৫, ৪ ও ৩ টাকা করা হয়। ইম্পার দাবী ছিল টিকিট প্রতি সার্ভিস চার্জ বাড়িয়ে ৫, ৭ ও ১০ টাকা করতে হবে।
তবে কম হলেও আপাতত এই বর্ধিত সার্ভিস চার্জেই সন্তুষ্ট ইম্পা। “আমরা আগে কোনও সার্ভিস চার্জ পাচ্ছিলাম না। এখন সরকারের পক্ষ থেকে নির্ধারিত সার্ভিস চার্জে আমরা খুশি। আশা রাখি পরবর্তীকালে আমাদের উদ্যোগ দেখে সরকার আবারও সার্ভিস চার্জ বাড়ানোর পরিকল্পনা নেবেন,” জানালেন পিয়া।
তাহলে কি বর্ধিত সার্ভিস চার্জের জন্য একক প্রেক্ষাগৃহে বাড়তে চলেছে টিকিটের দাম?
রতনবাবুর দাবী, “এই বর্ধিত সার্ভিস চার্জ কোনওভাবেই দর্শককে বিপদে ফেলবে না। টিকিটের দাম যা ছিল তাই থাকবে।”
দুই অর্ধে দুটি গান, মুক্তি পেল ‘সামসারা’র সঙ্গীত
তবে এখন থেকে সার্ভিস চার্জ নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে একক প্রেক্ষাগৃহগুলিকে। যেমন, প্রতি টিকিটে সার্ভিস চার্জ আলাদা করে ছাপাতে হবে, সার্ভিস চার্জের ওপর আলাদাভাবে জিএসটি দিতে হবে এবং এই খাতে যে অর্থ জমা হবে তা প্রেক্ষাগৃহ রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা ও নিরাপত্তার কাজে ব্যবহার করতে হবে।
বাংলা চলচ্চিত্র শিল্প এবং একক প্রেক্ষাগৃহগুলিকে মরণাপন্ন অবস্থা থেকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে ইম্পা।
ছবি: প্রতিবেদক