রবি ওঝা আমাকে ‘পাখি’ বলেই ডাকতেন: কনীনিকা
RBN Web Desk: ‘এক আকাশের নীচে’ ধারাবাহিকে অভিনয় করার সময় ‘পাখি’ নামেই তিনি সর্বত্র পরিচিত ছিলেন। এমনকি পরিচালক রবি ওঝাও তাঁকে সেই নামেই ডাকতেন, জানালেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। লকডাউনের কারণে বিভিন্ন চ্যানেলে ফিরে এসেছে পুরোনো ধারাবাহিক। পুনঃসম্প্রচারিত হচ্ছে ২০০২-এর জনপ্রিয় ধারাবাহিক ‘এক আকাশের নীচে’। এই ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্র ‘পাখি’র ভূমিকায় অভিনয় করেছিলেন কনীনিকা।
তখন তাঁর বয়স ১৮। রাজা দাশগুপ্তর ‘স্বপ্ননীল’ ধারাবাহিকে ‘জ়িনত’ নামের একটি চরিত্রে কাজ করেছিলেন কনীনিকা। সেই সূত্রে বিশিষ্ট চিত্রগ্রাহক প্রেমেন্দু বিকাশ চাকির সঙ্গে আলাপ হয় তাঁর। রবি ওঝাও তখন মুম্বই থেকে কলকাতায় এসেছেন। “চাকিদা আমাকে রবিদার সঙ্গে দেখা করতে বলেছিলেন। চাকিদার কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। আমি দেখা করতে যাই। কোনও অডিশন হয়নি। কিছুদিন পর ওনার ম্যানেজার অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ফোন করে জানান আমাকে ‘পাখি’ নামের একটি চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে। তখন আমি জানতামও না উনি কে। শুধু শুনতাম পদ্মিনী কোলাপুরে এই সিরিয়াল প্রযোজনা করেছেন। সবাই তখন এই সিরিয়াল নিয়ে কথা বলছে। আমি তখন এত কিছু বুঝতামই না। সেটে সুমিত্রা মুখোপাধ্যায়, চৈতী ঘোষাল, পার্থসারথি দেব, সুদীপা বসু, রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায় সবাই তখন ছোট পর্দার স্টার। সেখানে আমি, সমতা (দাস) আর গুবলুর চরিত্রে যে অভিনয় করেছিল, তারা সবচেয়ে ছোট আর নতুন ছিলাম,” রেডিওবাংলানেট-কে জানালেন কনীনিকা।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পায় কনীনিকার অভিনীত চরিত্রটি। এরপর থেকেই রবি ওঝা তাঁকে ‘পাখি’ নামে ডাকতে শুরু করেন। “নয় থেকে নব্বই সবাই আমাকে ওই নামেই চিনত। ওদিকে তখন ‘এই তো জীবন’ নামে একটা ধারাবাহিকে আমি এক বিবাহিতা মেয়ের ভূমিকায় অভিনয় করছি। তবে পাখির মতো জীবন্ত হয়ে ওঠা চরিত্র আর কখনও পাইনি,” স্মৃতি হাতড়ে বললেন কনীনিকা।
রবি ওঝার পরিচালনায় ‘আবার আসব ফিরে’ ছবির কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেন তিনি।
কিছুদিন আগে ‘অন্দরমহল’ ধারাবাহিকে পরমেশ্বরীর চরিত্রে বহুদিন পর আবার বাংলা টেলিভিশনে ফিরেছিলেন কনীনিকা। “পাখির পরে ওটাই বোধহয় সবচেয়ে মনে রাখার মতো চরিত্র। তবে ‘রাতভোর বৃষ্টি’, ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, এসব ধারাবাহিকের চরিত্রকেও মানুষ এখনও মনে রেখেছেন” জানালেন তিনি।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
‘এক আকাশের নীচে’ ধারাবাহিকে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন আবীর চট্টোপাধ্যায়। কেমন ছিল দুজনের সম্পর্ক? “আবীরের ওটা প্রথম কাজ ছিল। এখন যে সুপুরুষ আবীরকে দেখি তখন তো আর তেমন ছিল না। খুব সাধারণ, আমার মতই নতুন অভিনেতা। সেটে আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আমি আবীর আর সৌগত, যে নীলাজের চরিত্র করেছিল, আমরা সমবয়সী ছিলাম। তাই পড়াশোনা নিয়েই বেশি কথাবার্তা হতো। আসলে আমরা ওই সময় খুব সরল আর আড়ম্বরহীন একটা জীবনযাপন করতাম। এখনকার মতো চাকচিক্য ছিল না, ইন্টারনেট আসেনি সেভাবে, বাইরের দুনিয়াটা এত সহজলভ্যও হয়ে যায়নি। তাই খুব সহজে সেটের মধ্যেই আমাদের পড়াশোনার একটা আলাদা আড্ডা জমে উঠত,” বললেন কনীনিকা।
এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন কনীনিকা। “মেয়ের বয়স দশ মাস পূর্ণ হলো। বাবা মাকে একসঙ্গে পেয়ে সে খুব খুশি। এছাড়া কিছুই আর করা হয়ে উঠছে না,” জানালেন তিনি।
‘মুখার্জীদার বউ’-এর পর মানসী সিনহার ‘এটা আমাদের গল্প’ ছবিতে কাজ করছিলেন কনীনিকা। এছাড়াও অভিজিৎ সেনের ‘টনিক’-এ রয়েছেন তিনি। সেই ছবি মুক্তি পাবে ডিসেম্বরে।
“সবে কাজ শুরু করেছিলাম তার মধ্যেই সব বন্ধ হয়ে গেল। মানসীদির ছবির শুটিং আবার কবে শুরু হবে জানি না। আমি কোনওদিনই খুব বেশি কাজ করিনি। জানিনা কেন সেভাবে কাজ পাইনি। এমন নয় যে আমার পিআর খারাপ। তবে এটা তো ওয়ান ম্যান শো নয়। তাই একা একা কিছু করা সম্ভব নয়। তবে কেউ কাজ দিলে সেটা নিজের একশ ভাগ দিয়ে করি এটুকু বলতে পারি,” বললেন কনীনিকা।
তবে গত দু’সপ্তাহে ‘হাত’ ও ‘ঝরাপাতা’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন কনীনিকা। এগুলির ভাবনা ও পরিচালনা তাঁর নিজেরই। ছবিতে একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। ক্যামেরার দায়িত্বে ছিলেন সুরজিৎ হরি।
ছবি: গার্গী মজুমদার