ফেরার ইচ্ছে থাকলেও, সময় নেই: অপরাজিতা
RBN Web Desk: টেলিভিশনে অভিনয় করেই তাঁর পরিচিত। মেগা-ধারাবাহিকই তাঁকে এনে দিয়েছে জনপ্রিয়তা। কিন্তু টেলিভিশন ধারাবাহিকে ফেরার ইচ্ছে থাকলেও, সময়ের অভাবে এখনই তা সম্ভব হচ্ছে না, এমনটাই বললেন অপরাজিতা আঢ্য।
সংবাদমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে অপরাজিতা জানালেন, বড় পর্দার কাজেই এখন বেশি ব্যস্ত তিনি। মেগা ধারাবাহিকে অভিনয়ের অনেক প্রস্তাব এলেও, কোনওটাই তিনি নিতে পারেননি, বললেন অপরাজিতা।
ফটো অ্যালবাম: পরমব্রতর নতুন ওয়েব সিরিজ় শরতে আজ
এই সপ্তাহেই মুক্তি পাচ্ছে মৈনাক ভৌমিকের ছবি জেনারেশন আমি, যেখানে ফের ঋতব্রত মুখার্জির মায়ের ভূমিকায় দেখা যাবে অপরাজিতাকে। এর আগে কৌশিক গাঙ্গুলির ছবি কিশোর কুমার জুনিয়র-এ মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন অপরাজিতা-ঋতব্রত। ডিসেম্বরে পাভেলের পরিচালনায় মুক্তি পাবে রসগোল্লা। এই ছবিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এরপর আছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় বেলাশুরু-এর শ্যুটিং। এছাড়া আরও বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে তাঁকে।
ডেট সমস্যার জন্য কৌশিক গাঙ্গুলির জ্যেষ্ঠপুত্র ছবিটিও বাধ্য হয়ে না করে দিয়েছেন, জানালেন অপরাজিতা।