অর্ধশতক পেরিয়ে আবারও বড়পর্দায় ‘আনন্দ’
RBN Web Desk: নিজের মৃত্যু অনিবার্য জেনেও সবার মুখে হাসি ফুটিয়েছিল আনন্দ। ছবি মুক্তির পর কেটে গেছে অর্ধশতকেরও বেশি সময়। এক দশক আগে প্রয়াত হয়েছেন নামভূমিকার অভিনেতা। তবু আজও ভারতের অন্যতম সেরা ছবিগুলির মধ্যে পরিগণিত হয় ‘আনন্দ’। ১৯৭১ সালে মুক্তি পায় হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি। এবার সেই ছবির রিমেকে হাত দিয়েছেন সমীর সিপ্পি।
মুক্তির পর বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ‘আনন্দ’। কিন্তু গত ৫০ বছরে ছবিটির জনপ্রিয়তা ধীরে-ধীরে বৃদ্ধি পেয়েছে। আজ ছবিটিকে কাল্ট ক্লাসিক হিসেবে ধরা হয়। ‘আনন্দ’ রাজেশের অভিনয় জীবনের সেরা কাজ হিসেবে মনে করেন একাধিক চলচ্চিত্র সমালোচক। এছাড়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন। তাঁর অভিনীত চরিত্রটির নাম ছিল ভাস্কর।
রাজেশ ও অমিতাভ ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন সুমিতা সান্যাল, অসিত সেন, ললিতা পাওয়ার, জনি ওয়াকার ও রমেশ দেও।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
মূল ছবির প্রযোজক এনসি সিপ্পির নাতি সমীর সম্প্রতি ‘আনন্দ’-এর রিমেকের কথা ঘোষণা করেন। তিনি জানান, আপাতত চিত্রনাট্য লেখার কাজ চলছে। আনন্দ ও ভাস্করের চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি। নতুন প্রজন্মের কাছে ‘আনন্দ’-এর মতো ছবির গল্প তুলে ধরা জরুরি বলে মনে করেন সমীর। তাঁর মতে, ছবির কাহিনি আজ আরও বেশি প্রাসঙ্গিক। তাই তা ফের সকলের সামনে নতুনভাবে তুলে ধরা প্রয়োজন।