বায়না করেন কারা? জানতে চাইল আর্টিস্ট্স ফোরাম
RBN Web Desk: সদ্য মিটেছে টেলিপাড়ার ঝামেলা। প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর শুক্রবার থেকে শুরু হয়েছে থমকে থাকা ধারাবাহিকের শ্যুটিং। খুশি দর্শক।
প্রযোজকদের তরফে একটি প্রধান অভিযোগ, এমন বেশ কয়েকজন শিল্পী আছেন, যারা কল টাইমের অনেক পরে শ্যুটিং ফ্লোরে পৌঁছন। এতে কাজ শুরু হতে দেরি হয়। তাছাড়া অনেক প্রতিষ্ঠিত শিল্পীদেরই নানারকম বায়না আছে। অনেকেই প্রযোজকের তরফ থেকে দেওয়া টিফিন খেতে চান না। একটু নাম হয়ে গেলেই কোনও বিশেষ হোটেল বা রেস্তোরাঁর খাবার দাবী করে বসেন তারা। কমবেশি সব প্রযোজকই এরকম অভিযোগ করে আসছেন বহুদিন ধরে।
দীর্ঘদিন ধরে ওঠা এইসব অভিযোগকে আমলে এনে, আর্টিস্ট্স ফোরাম এবার প্রযোজকদের কাছে এরকম শিল্পীদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে বলে খবর, যাতে ভবিষ্যতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।
চিত্রনাট্য তৈরি, তবুও আসছে না অদম্য সেন
সূত্রের খবর, যে দুটি নাম সর্বাগ্রে উঠে আসছে তা হল ঐন্দ্রিলা সেন ও মধুমিতা চক্রবর্তী। ঐন্দ্রিলার বায়না সামলাতে না কি প্রযোজকরা হিমসিম খেয়ে যান। বর্তমানে ফাগুন বৌ ধারাবাহিকের প্রধান চরিত্রে কাজ করছেন ঐন্দ্রিলা। সেই ধারাবাহিকেই সম্প্রতি ঐন্দ্রিলার বাবার চরিত্রটির অসুস্থতার একটি দৃশ্য ছিল। সেই দৃশ্য শ্যুট করার সময় সম্পূর্ণ মেকআপ নিয়ে শট দিতে আসেন ঐন্দ্রিলা। পরিচালক টিমের তরফ থেকে বলা হয়, বাবার অসুস্থতার খবর পেয়ে কেউ পুরো মেকআপ নিয়ে ছুটে আসে না। তাছাড়া পুরো মেকআপ নিয়ে তিনি কাঁদছেন, এটা আরোই অবিশ্বাস্য। কিন্তু নায়িকা নাছোড়। শেষমেশ নিমরাজি হয়ে কিছুটা মেকআপ তুলতে রাজি হন তিনি, সূ্ত্রের দাবী।
মধুমিতাও না কি অসুস্থতার কারণে মাঝে মাঝেই শ্যুটিংয়ে আসেন না, যদিও তখন তাকে সোশাল মিডিয়ায় যথেষ্ঠ তৎপর দেখা যায়। নিজের প্রয়োজন ছাড়া কেউ ফোন করলে তোলেনও না তিনি।
নীরবতার মাঝে অন্য প্রেমের ছবি, মুক্তি পেল টিজ়ার
সূ্ত্রের খবর, এরকমই আরও বেশকিছু নাম থাকতে পারে প্রযোজকদের তালিকায়। অচলাবস্থা চলাকালীন তাদের তরফে একটি কালো তালিকা তৈরি করা হয়েছিল বলে শোনা যাচ্ছে। এই তালিকায় যে সব শিল্পীদের নাম আছে, তাদের বাদ দিয়ে ভবিষ্যতে কাজ করার কথা চিন্তাভাবনা করছিলেন প্রযোজকদের একাংশ। এদের মধ্যে ভরত কল, অপরাজিতা আঢ্য ও ভাস্বর চট্টোপাধ্যায় অন্যতম। এই নামগুলোও আর্টিস্ট্স ফোরামের চেয়ে পাঠানো তালিকায় থাকে কি না, সেটাই এখন দেখার, সূত্রের দাবী।