মুক্তির প্রাক্কালে আটকে গেল ‘কাল্পনিক’
RBN News Desk: সেন্সর বোর্ডের খামখেয়ালীপনায় আটকে গেল অর্ক মুখোপাধ্যায়ের (Orko Mukherjee) ছবি ‘কাল্পনিক’ (Kalponik)। কারণ অজানা। সিনেমা তৈরি হয় সাধারণ দর্শকের কথা ভেবে। কিন্তু যখন সেই সাধারণ দর্শকের কোনও আপত্তি নেই তাহলে সেন্সর বোর্ডের ছাড়পত্র দিতে সমস্যা কোথায়?
কাল্পনিক এর কাহিনী পুরুলিয়া জেলার আসারু গ্রামের এক প্রাচীন মন্দির ঘিরে। এই মন্দির ঢাকা পড়ে যায় একটি মসজিদের তলায়। সাংবাদিক মৈথিলী অনুসন্ধান শুরু করে মন্দিরের অস্তিত্ব প্রমাণ করতে। ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত (Rajatava Dutta), শতাক্ষী নন্দী (Satakshi Nandy), সাহিদুর রহমান, সায়ন ঘোষ।
আগামীকাল ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটিকে প্রায় কোনও কারণ না দেখিয়েই আটকে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অর্ককে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি রেডিওবাংলানেট কে জানালেন, “জুন মাসের ২২ তারিখ সিবিএফসি-র জন্য ছবির স্ক্রিনিং হয়েছিল। ছবিতে এক রাজনৈতিক নেতার কিছু মনোলগ নিয়ে তারা আপত্তি তোলেন। বলা হয় সেই অংশটুকু এবং আরও কিছু অংশ বাদ দিতে হবে। আমি বলেছিলাম সেটা লিখিতভাবে জানালে আমরা সেটা নিয়ে ভেবে দেখব। কিন্তু আজও কোন লিখিত নির্দেশ আমরা পাইনি।”
আরও পড়ুন: ভৌতিক থ্রিলারে অন্যরকম চরিত্রে তনুশ্রী
গতবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির স্ক্রিনিং হয়। গতকাল পুরুলিয়ার রামানন্দ সেন্টিনারী কলেজের খোলা মাঠে ছবিটির বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। “বৃষ্টি মাথায় নিয়ে ৭৯০ জন মানুষ এসেছিলেন ছবিটা দেখতে। টিকিটের ব্যাপার ছিল না, যেহেতু বিশেষ স্ক্রিনিং ছিল। সেখানে বিভিন্ন ধর্মের মানুষ ছিলেন। কেউ কোনও আপত্তি জানাননি, উপরন্তু ছবির শেষে দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন। তাহলে সাধারণ মানুষের যদি আপত্তি না থাকে, সেন্সর কেন আটকে দিচ্ছে সেটাই বুঝতে পারছি না আমি। তাছাড়া যেসব দৃশ্য বা সংলাপ নিয়ে ওদের আপত্তি সেটা লিখিতভাবে দিতে সমস্যা কোথায়” বৈধ প্রশ্ন পরিচালকের।
সদ্য একটি ইমেলের মাধ্যমে জানানো হয়েছে ছবিটিকে আরও পর্যবেক্ষণের জন্য মুম্বই সিবিএফসি দপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে জুন মাসের ২২ তারিখ ছবিটি দেখানো হয়ে গিয়েছিল সেখানে সিদ্ধান্ত নিতে ও লিখিত কারণ দেখাতে এতদিন সময় লাগছে কেন? এভাবে প্রায় অকারণে একটা স্বাধীন ছবির মুখ বন্ধই বা করা হচ্ছে কেন সেটাও স্পষ্ট নয়।
