জলের বদলে তাড়ি, অস্বাভাবিক আচরণ টায়রার
RBN Web Desk: অনিচ্ছাসত্ত্বেও গানপাগল গঙ্গারামের সঙ্গে অবশেষে সাত পাকে বাঁধা পড়ল শহুরে ধনী পরিবারের একমাত্র মেয়ে টায়রা। বিয়ের রাতেই টায়রা স্থির করে এই বিয়ে নিয়ে সে গঙ্গারামের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবে। অন্যদিকে ফুলশয্যার রাতে সাক্ষী খুব সুন্দর করে সাজিয়ে দেয় টায়রাকে। কিন্তু টায়রা তাকে জানায় সে এই বিয়ের বিরুদ্ধে এবং কিছুতেই গঙ্গারামকে নিজের স্বামী হিসেবে মেনে নেবে না।
বিধি বাম! জল ভেবে ভুল করে তাড়ি খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে টায়রা। এদিকে টায়রাকে এরকম অস্বাভাবিক আচরণ করতে দেখে ঘাবড়ে যায় গঙ্গারাম। তাহলে কি এবার মধুরেন সমাপয়েত? যাকে স্বামী হিসেবেই মানতে নারাজ, নেশার ঘোরে কি তাকেই আপন করে নেবে টায়রা? নাকি ঘটবে অন্য কোনও বিপর্যয়?
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় কি সবাই সুখী দম্পতি? উত্তর খুঁজছেন পরিচালক শ্রীলেখা
আগামী সপ্তাহে এরকমই নতুন চমক নিয়ে হাজির হবে ‘গঙ্গারাম’-এর বেশ কয়েকটি পর্ব। ‘গঙ্গারাম’ ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করছেন অভিষেক বসু। টায়রার চরিত্রে রয়েছেন সোহিনী গুহ রায়। ধারাবাহিকের গল্প স্নেহাশিষ চক্রবর্তীর। ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক ইতিমধ্যেই জনপ্রিয় দর্শকমহলে। গ্রামের ছেলে শহুরে মেয়ে, অথবা শহুরে ছেলে গ্রামের মেয়ে এই চেনা ছন্দের ধারাবাহিক হয়েও ‘গঙ্গারাম’ ব্যতিক্রম তার নিজগুণে।
আগামীকাল থেকে স্টার জলসার পর্দায় দেখা যাবে ‘গঙ্গারাম’-এর ‘মহা সোমবার’ পর্ব।