এবার বড়সড় পরিবর্তন মুখোশের আড়ালে ধারাবাহিকে
RBN Web Desk: জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। এবার মোটামুটি তা সত্যি হওয়ার পথে। বেশ বড়সড় পরিবর্তন আসতে চলেছে মুখোশের আড়ালে ধারাবাহিকে আগামী কিছুদিনের মধ্যেই।
ধারাবাহিকটি যখন শুরু হয়, তখন এর অন্যতম প্রধান চরিত্র ঝিনুকের ভূমিকায় অভিনয় করছিলেন শর্মিষ্ঠা আচার্য। কিন্তু শুরুর কয়েকদিনের মধ্যেই গল্পের ট্র্যাক বদল করা হয়। দেখানো হয়, প্লাস্টিক সার্জারির পর ঝিনুকের মুখ একেবারেই পাল্টে গেছে। আর তাই শর্মিষ্ঠার পরিবর্তে ঝিনুকের ভূমিকায় অভিনয় করতে আসেন কৌশাম্বী চক্রবর্তী।
মহানগরের প্রথম সবকিছু নিয়ে আসছে কলি-কথা
কিন্তু ফের বদল হতে চলেছে মুখোশের আড়ালের ট্র্যাক। ফিরতে চলেছেন শর্মিষ্ঠা কিন্তু এবার অন্য চরিত্রে। চুমকি নামের এক নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। চুমকিকে কোনও এক বিশেষ উদ্দেশ্যে নিয়ে আসবে শাওন (এমিলা সাধুখাঁ)। চুমকিকে দেখে হতবাক হয়ে যাবে গল্পের নায়ক অর্ক (অর্কজ্যোতি পালচৌধুরী)। কারণ এতদিন কৌশাম্বীকেই সে ঝিনুক বলে জেনে এসেছে। পুরনো ঝিনুক ফিরে এসে দাবী করবে সে চুমকি। অর্ক এবার কি করবে, তাই নিয়েই এগোবে গল্প।