গল্পে নতুন মোড়, টিকবে কি সম্পর্ক?
RBN Web Desk: ‘কড়িখেলা’ ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই তার কাহিনী নানা দিকে বাঁক নিয়েছে। পারমিতার পারিবারিক জটিলতা ক্রমে বেড়েই চলেছিল। তবু পাশাপাশি সেই সমস্যা সমাধানের চেষ্টা চলছিল। অবশেষে প্রশান্ত রাঠির লেখা গল্পে নতুন মোড়ে তার আংশিক সমাধান পাওয়া সম্ভব হলো।
পারমিতা তার দেওর সৌভিককে এতদিন বাদে তন্বীর কাছে ফিরিয়ে আনতে সফল হয়। সৌভিকের অনুপস্থিতিতে মানসিকভাবে প্ৰচন্ড ভেঙে পড়েছিল তন্বী। তার এরকম অবস্থা দেখে সৌভিকের মনে তন্বীর প্রতি ভালোবাসা আবার জেগে ওঠে। সে তন্বীকে বিয়ে করতে রাজি হয়।
আরও পড়ুন: সাড়া নেই চিকিৎসায়, ভেন্টিলেশনে নারায়ণ দেবনাথ
তবে সমস্যা অন্যত্র। চৈতালির আর্থিক অবস্থা একেবারেই ঠিকঠাক নেই। সে জন্য সৌভিক দোনোমোনো করতে থাকে। তার প্রতিদিনের ন’টা-ছ’টার চাকরি পছন্দ নয়। সে নিজের মতো করে বাঁচতে চায়। এরকম অবস্থায় আসরে নামে পরী। ভালোবাসা মানুষের জীবনে কতটা জরুরি, তা বুঝিয়ে সে সৌভিককে রাজি করায় তন্বীকে বিয়ে করার জন্য। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই সম্পর্ক কি টিকবে? সৌভিকের মা কি মেনে নেবেন এই সম্পর্ক?
‘কড়িখেলা’য় মূল ভূমিকায় অভিনয় করছেন শ্রীপর্ণা রায় ও আনন্দ ঘোষ। জ়ি বাংলায় সোম থেকে শুক্র রাত ৯.৩০টায় দেখা যাবে এই ধারাবাহিকের নতুন পর্বগুলি।