বাংলা ধারাবাহিক পরিচালনায় আসছেন কমলেশ্বর

RBN Web Desk: বাংলা ধারাবাহিক পরিচালনায় আসতে চলেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ‘মেঘে ঢাকা তারা’, ‘চাঁদের পাহাড়’ ও ‘আমাজ়ন অভিযান’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। সম্প্রতি তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছে দেব, রুক্মিণী মৈত্র, পাওলি দাম ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘পাসওয়ার্ড’।

টেলিপাড়া সূত্রের খবর, জনপ্রিয় এক বেসরকারী বাংলা বিনোদনমূলক চ্যানেলে একটি মেগা ধারাবাহিক পরিচালনা করতে চলেছেন কমলেশ্বর। এছাড়া একটি উইক এন্ড শো-এর পরিকল্পনাও চলছে। এ বছর ওই একই চ্যানেলে মহালয়ায় ‘মহিষাসুরমর্দিনী’ পরিচালনা করেছিলেন তিনি। এই ‘মহিষাসুরমর্দিনী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ছিলেন ইন্দ্রাণী হালদার, রুকমা রায়, শ্যামৌপ্তি মুদলি ও টেলিভিশনের একঝাঁক জনপ্রিয় শিল্পী।

আরও পড়ুন: ‘গুমনামী’কে ‘টরচার’ বললেন তসলিমা

তবে কমলেশ্বর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কথাবার্তা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তেমন কিছু এখনও এগোয়নি। কয়েকদিনের মধ্যেই হয়তো এ ব্যাপারে জানা যাবে।

এর আগে ঋতুপর্ণ ঘোষ, অনিরুদ্ধ রায়চৌধুরীর মতো বড় পর্দার অনেক প্রতিষ্ঠিত পরিচালকই টেলিভিশন মেগা-ধারাবাহিক পরিচালনা করেছেন।

ছবি: রাজীব মুখোপাধ্যায়

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *