গ্র্যান্ড অডিশন নিয়ে সঞ্চালনায় আসছেন আবির
RBN Web Desk: ‘সারেগামাপা’র মঞ্চে রিয়্যালিটি শোয়ে হাতেখড়ি হতে চলেছে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের। এর আগে এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় থাকতেন যীশু সেনগুপ্ত। যীশুর সঞ্চালনায় জনপ্রিয়তার শিখরে উঠেছিল এই অনুষ্ঠান। কিন্তু লকডাউনের মধ্যেই জানা যায় যীশু আর এই অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন না। তাঁর জায়গায় চ্যানেল কাকে নিয়ে আসবে সেই নিয়ে জল্পনা ছিলই। আগস্টে জানা যায় যীশুর জায়গায় সঞ্চালনায় আসছেন আবির।
দুজনেই টালিগঞ্জের প্রথম সারির অভিনেতা, দুজনেই ব্যোমকেশ চরিত্রে দর্শকদের আনুকূল্য পেয়েছেন। তাহলে কি রিয়ালিটি শোয়ের মঞ্চেও যীশুকে টক্কর দেবেন আবির? এমন প্রশ্ন দর্শকদের মনে এসে থাকলেও আবির নিজে এসব সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, প্রয়োজনে তিনি যীশুর থেকে সঞ্চালনার টিপস নেবেন।
আরও পড়ুন: দর্শকের ক্ষোভের মুখে প্রমিতা
এই সপ্তাহের শেষে শুরু হতে চলেছে ‘সারেগামাপা’র গ্র্যান্ড অডিশন। সেই অডিশন শেষে শুরু হবে নতুন সিজ়ন। এবারের শোয়ে গুরু হিসেবে উপস্থিত থাকবেন রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য ও ইমন চক্রবর্তী। বিচারকের আসনে দেখা যাবে শ্রীকান্ত আচার্য, জয় সরকার, আকৃতি কক্কর ও মিকা সিংকে।
২৬ সেপ্টেম্বর থেকে প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে নটায় দেখা যাবে ‘সারেগামাপা’।