নস্ট্যালজিয়া উস্কে টেলিভিশনে ফিরছেন শাহরুখ
RBN Web Desk: নব্বইয়ের দশকে আজ়িজ় মির্জ়া এবং কুন্দন শাহের পরিচালনায় দূরদর্শনে সম্প্রচারিত হয় ‘সার্কাস’। জনপ্রিয় এই ধারাবাহিকের অন্যতম কেন্দ্রীয় চরিত্র শেখারন রাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। এর আগে রাজকুমার কাপুরের পরিচালনায় ‘ফৌজি’ ধারাবাহিকে অভিনয় করে তুমূল জনপ্রিয়তা লাভ করেন শাহরুখ।
নব্বইয়ের সেই নস্ট্যালজিয়াই ফিরিয়ে আনতে চলেছে দূরদর্শন। করোনা ভাইরাসের আতঙ্কে গোটা দেশ যখন গৃহবন্দী, ভবিষ্যতের ভয়ে ভীত, ঠিক তখনই পুরোনো সেই দিনগুলি মনে করাতে দূরদর্শনের এই উদ্যোগ। ‘রামায়ণ’, ‘মহাভারত’ ও ‘ব্যোমকেশ বক্সী’র পাশাপাশি এবার ফিরছে ‘সার্কাস’ও। শাহরুখের সঙ্গে এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। এছাড়াও ছিলেন সুনীল শিন্ডে, সমীর খাকার, রেখা সহায়, নঈম শাহ, হায়দর আলী, নরেশ সুরী সহ আরও অনেকে।
আরও পড়ুন: ডিস্ট্রিবিউটরদের আপত্তি, স্বপ্নদৃশ্যে এলেন নায়িকা
সেই সময় প্রতি সপ্তাহে একবার দেখা যেত ধারাবাহিকগুলি, সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকা বর্তমান প্রজন্মের কাছে যা হয়ত বিস্ময়কর। অত্যন্ত কম বাজেট এবং আধুনিক প্রযুক্তির অনুপস্থিতিতেও এই ধরণের ধারাবাহিকগুলির কাহিনীর মান ছিল অত্যন্ত উন্নত।
পরবর্তীকালে আজ়িজ়ের ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানী’ ছবিতেও অভিনয় করেন শাহরুখ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর গতকাল তাঁর একটি টুইটে জানিয়েছেন, আজ থেকে প্রতিদিন রাত ৮টায় সম্প্রচারিত হবে ‘সার্কাস’।
ছবি: উইকিপিডিয়া