বড় পর্দায় অপু হয়ে আসছেন অর্জুন
কলকাতা: বড় পর্দায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট অপুর ভূমিকায় অভিনয় করতে চলেছেন অর্জুন চক্রবর্তী। বিভূতিভূষণের ‘অপরাজিত’ উপন্যাস অবলম্বনে পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি ‘অভিযাত্রিক’-এ অর্জুনকে দেখা যাবে পরিণত অপুর চরিত্রে। ‘অপরাজিত’র প্রথম অংশটি নিয়ে পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবিটি মুক্তি পায় ১৯৫৯ সালে। সেই উপন্যাসেরই বাকি অংশ নিয়ে ছবি করছেন শুভ্রজিৎ। ‘অপুর সংসার’ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’।
এর আগে বাংলাদেশের আরিফিন শুভকে অপু হিসেবে নেওয়ার কথা থাকলেও পরে তাকে বাদ দেওয়া হয়। ‘অভিযাত্রিক’-এ অপর্ণার ভূমিকায় থাকবেন দিতিপ্রিয়া রায়। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সব্যসাচী চক্রবর্তীও থাকছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: স্মরণে কিশোর, ২৭ বছর পর শহরে আসছেন লীনা
উল্লেখ্য, ছয় দশক পর ফের বড় পর্দায় ফিরছে অপু। ‘অপুর সংসার’ ছবিতে পরিণত অপুর ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অপর্ণার ভূমিকায় ছিলেন শর্মিলা ঠাকুর। দুজনেরই এটি প্রথম ছবি ছিল।