উচ্চাকাঙ্ক্ষী কর্পোরেট কর্ত্রীর চরিত্রে পাওলি
RBN Web Desk: বাংলার বহু শিল্পী এখন নিয়মিত মুম্বইয়ে কাজ করছেন। পাওলি দাম তাঁদের মধ্যে অন্যতম। ‘কালি’র দুটি সিজ়নের পর, এবার তাঁকে দেখা যাবে রবি অধিকারির ওয়েব সিরিজ় ‘কর্ম যুদ্ধ’-এ। সিরিজ়ে এক উচ্চাকাঙ্ক্ষী কর্পোরেট কর্ত্রীর চরিত্রে দেখা যাবে পাওলিকে। অন্যান্য চরিত্রে রয়েছেন আশুতোষ রানা, চন্দন রায় সান্যাল, সতীশ কৌশিক, অঙ্কিত বিস্ত, সৌন্দর্য শর্মা ও প্রণয় পাচৌরি।
‘কর্ম যুদ্ধ’-এর গল্প কী নিয়ে?
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
রায় গ্রুপ অফ কোম্পানির মালিকানাধীন একটি কারখানায় আগুন লেগে মারা যায় ৪০ জন মানুষ। সংস্থার এই ডামাডোলে সর্বময় ক্ষমতা পাওয়ার জন্য উঠে পড়ে লাগে প্রয়াত যশ রায়ের বড়ছেলে ভীষ্ম রায়, ছোটমেয়ে ইন্দ্রাণী এবং যশের বিবাহ বহির্ভূত সম্পর্কের পুত্র গুরু। ওদিকে গুরুর ছেলে কলেজপড়ুয়া সমর ও ইন্দ্রাণীর সৎপুত্রের মধ্যে বন্ধুত্ব অটুট। তবে ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পরে তারাও।
নির্মাতাদের দাবি, প্রতিশোধস্পৃহা, পারিবারিক কলহ, ক্ষমতার খিদে, এসব নিয়ে এক জমজমাট সিরিজ় হতে চলেছে ‘কর্ম যুদ্ধ’।