দশ বছর আগেও এই ছবি করতে পারতাম না, দাবী অঞ্জনের
কলকাতা: দশ বছর আগেও ফাইনালি ভালবাসার মত ছবি করার সাহস দেখাতে পারতেন না, এমনটাই জানালেন পরিচালক অঞ্জন দত্ত। এই ছবির বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন রাইমা সেন, অনির্বাণ ভট্টাচার্য, অরিন্দম শীল, অর্জুন চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, সৌরভ দাস ও পরিচালক নিজে।
সম্প্রতি এই ছবি সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে অঞ্জন জানালেন, “এতগুলো বছর ধরে এত ধরণের ছবি করার পরে ৬৫-তে এসে একটা প্রেমের ছবি করার তাগিদ অনুভব করলাম।”
মোটিভেশন নেই, টেলিভিশনে ফিরছেন না অর্জুন
ছবিতে রয়েছে তিনটি অধ্যায়, আর এই তিনটি পর্বে বিভিন্ন জটিল সম্পর্কের মধ্যে দিয়ে ভালবাসার সন্ধান করেছেন পরিচালক। ছবি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানালেন, “গল্পগুলোর মধ্যে নানান স্তর রয়েছে, এগুলোর মধ্যে দিয়েই ভালবাসার কথা বলতে চাওয়া হয়েছে। তিনটি আলাদা আলাদা নিষিদ্ধ প্রেমের গল্প হলেও, কোথাও গিয়ে গল্পগুলোর একটা মানবিক আবেদনও থেকে যায়।”
ফাইনালি ভালবাসায় তিনটি গল্পের নাম ইনসমনিয়া, আর্থরাইটিস, ও এইচআইভি পজ়িটিভ।
আবার বছর সাতেক পর, আসছে চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম
“আজ থেকে দশ বছর আগে এই ছবিটা করলে সেটা খুব দুর্বোধ্য হয়ে যেত। হয়ত তার বক্তব্যও অন্যরকম হত। সেই সময়ে দাঁড়িয়ে দর্শক হয়ত এই সম্পর্কগুলো মেনে নিতেন না,” বললেন অঞ্জন। “কিন্তু এত বছরের অভিজ্ঞতায় এটা বুঝতে পারি যে ভালবাসা খুঁজে পাওয়া সহজ নয়। তাকে পেতে কষ্ট করতে হয়।”
এতদিন ধরে অনেক দুঃখের ছবি করেছেন, তাই এবার একটা “ভালবাসার ভাল ছবি” দর্শককে উপহার দিতে চান, জানালেন তিনি।
৮ ফেব্রুয়ারী মুক্তি পাচ্ছে ফাইনালি ভালবাসা।