৫০ দিন পূর্ণ করল ‘দ্বিতীয় পুরুষ’
কলকাতা: বক্স অফিসে ৫০ দিন পূর্ণ করল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘দ্বিতীয় পুরুষ’। ২৩ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রাইমা সেন, গৌরব চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায় ও ঋদ্ধিমা ঘোষ। গতকাল শহরের এক প্রেক্ষাগৃহে কেক কেটে ছবির সাফল্য উদযাপন করলেন অনির্বাণ, পরমব্রত ও ঋতব্রত।
কলকাতার চায়না টাউনের প্রেক্ষাপটে কয়েকটি নৃশংস খুনের ঘটনা দিয়ে ছবির গল্প শুরু হলেও ‘দ্বিতীয় পুরুষ’ আসলে সৃজিতের ২০১১-এর ছবি ‘বাইশে শ্রাবণ’-এর স্পিনঅফ।
‘দ্বিতীয় পুরুষ’-এ একেবারে অন্য লুকে দেখা গেছে অনির্বাণকে। তাঁর অভিনীত চরিত্রটির নাম খোকা। ট্রেলার মুক্তির পর থেকেই প্রবল জনপ্রিয়তা পায় এই চরিত্রটি, তৈরি হয়েছে একাধিক মিমসও। “একটা ছবি এত মানুষের ভাল লাগছে এটা সত্যিই খুব আনন্দের,” বললেন অনির্বাণ। “’খোকা’ চিরকাল আমার প্রিয় চরিত্রের একটা হয়ে থাকবে। তবে এই মুহূর্তে এরকম আর একটা চরিত্রে অভিনয় করার ইচ্ছে নেই।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
‘বাইশে শ্রাবণ’ এবং ‘দ্বিতীয় পুরুষ’ দুটি ছবিতেই পুলিশ অফিসার অভিজিৎ পাকাড়াশীর ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত। অভিনয় করার সময় ‘দ্বিতীয় পুরুষ’-এ শেষের ট্যুইস্টটা কতটা যুক্তিযুক্ত লেগেছিল এই প্রশ্নের উত্তরে তিনি জানালেন, “এটা সৃজিতের গল্প। ছবি করার আগে ও অনেকের সঙ্গে গল্পটা নিয়ে আলোচনা করেছিল। সেই অনেকের মধ্যে আমরাও ছিলাম। সকলের সঙ্গে আলোচনা করেই গল্পটা এগিয়েছে। আর সেটা যখন এত মানুষের ভালো লেগেছে তখন কোনও সন্দেহই থাকে না যে ট্যুইস্টটা যথেষ্ট চমকপ্রদ ছিল। কিছু মানুষের হয়তো অন্যরকম মনে হয়েছে, তবে সেটাই তো স্বাভাবিক। একটা ছবি নিয়ে আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, এটাই একটা ভালো ছবির লক্ষণ বলে আমার মনে হয়।”
এই ছবির সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিলেন না পরমব্রত। তবে এ ব্যাপারে পরিচালকের সিদ্ধান্তই শেষ কথা হবে বলে জানালেন তিনি।
#DwitiyoPurush 50-Day Celebration Anirban Bhattacharya Srijit Mukherji Parambrata Chattopadhyay
Gepostet von Radio Bangla Net am Freitag, 13. März 2020