এবার সিরিয়াস ছবিতে উন্মেষ
RBN Web Desk: কোনও মজার ভিডিয়ো নয়, এবার সিরিয়াস ছবির মূল চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় ভ্লগার উন্মেষ গঙ্গোপাধ্যায় (Unmesh Ganguly)। ভালোবাসার গল্প নিয়ে আসছে পরিচালক আর চট্টোপাধ্যায়ের স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘শ্রুতিমধুর’। ছবিতে মুখ্য ভূমিকায় উন্মেষ ছাড়াও রয়েছেন অপলা চৌধুরী, দিব্যাংশি ও অপ্রতীম চট্টোপাধ্যায়। সম্প্রতি কলকাতায় ছবিটির বিশেষ প্রদর্শন হয়ে গেল, উপস্থিত ছিলেন টালিগঞ্জের বিশিষ্ট অভিনেতারা।
‘শ্রুতিমধুর’-এর কাহিনি গড়ে উঠেছে শ্রুতি ও অর্ণবের সাত বছরের সংসার ও তাদের একমাত্র মেয়েকে নিয়ে। আপাতসুখী সংসারে সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু শ্রুতির অতীতের এক বিস্মৃত সূত্র হঠাৎই উঠে আসে একটি টেলিফোন কলের মাধ্যমে। প্রতিশ্রুতি ও বিশ্বাসঘাতকতার চোরাস্রোত ভাসিয়ে নিয়ে যেতে চায় শ্রুতির সাজানো সংসার।
আর পড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই
ছবি প্রসঙ্গে পরিচালক জানালেন, “তিনজন মানুষের জীবনের কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘শ্রুতিমধুর’। প্রত্যেক মানুষের জীবনে ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ, সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। আশা করছি দর্শকের ভালো লাগবে।”
এই মিউজ়িক্যাল শর্ট ফিল্মের শুটিং হয়েছে কলকাতায়। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন ঈশান মিত্র। ছবির চিত্রনাট্যকার অর্ণব ভৌমিক। কিছুদিনের মধ্যেই কোনও ডিজিট্যাল মাধ্যমে মুক্তি পাবে ‘শ্রুতিমধুর’।