ছয় দশক পর ‘আবার কাঞ্চনজঙ্ঘা’, মুক্তি পেল ট্রেলার

কলকাতা: আজ থেকে ছয় দশক আগে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের ছবি ‘কাঞ্চনজঙ্ঘা’। ভারতীয় চলচ্চিত্রে প্রথম রিয়াল টাইম ছবিটির শুটিং হয়েছিল দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায়। সেই ক্লাসিককে শ্রদ্ধা জানিয়ে এবার মুক্তি পেতে চলেছে পরিচালক রাজর্ষি দে’র ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, রিচা শর্মা, বিদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা পাল, দেবলীনা কুমার, সোহিনী গুহ রায়, অসীম রায়চৌধুরী, রনিতা দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও দেবশ্রী গঙ্গোপাধ্যায়। গতকাল ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও কলাকুশলীরা। 

ত্রিদিব, সুদেব, দেবেশ, রোহিত ও সেমন্তী, দেব পরিবারের পাঁচ ভাইবোনের পরিবারসহ তাদের দার্জিলিংয়ের ‘অভিলাষ’ বাংলোয় ছুটি কাটাতে আসা দিয়ে শুরু হয় ছবির গল্প। এই বাংলোকে ঘিরে রয়েছে নানা গল্প। সকলে মিলে কয়েকদিন একসঙ্গে ছুটি কাটানোর মধ্যেই একে-একে উঠে আসে পরিবারের নানা সমস্যা, সম্পর্কের জটিলতা, ভাইবোনদের মধ্যে মতবিরোধ। অশান্তির চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে সম্পর্কগুলো যখন খাদের কিনারায় তখন অভিলাষ কি আবারও মিরাকল করবে? 

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

“এতদিন বাদে অবশেষে ট্রেলারটা মুক্তি পেল। আজ কয়েকবার পর্দায় ট্রেলারটা দেখে আমার নিজেরই সিনেমাটা দেখতে ইচ্ছে করছে,” বললেন শাশ্বত। দেব পরিবারের জামাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

রাহুল এই ছবিতে দেব পরিবারের ছেলের ভূমিকায় রয়েছেন। তিনি জানালেন, “আমরা সকলেই এই ছবিটার অপেক্ষা করছিলাম। সকলে একসঙ্গে শুট করার সময় আমরা কেমন যেন ছবিটার সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম। অবশেষে সেটা আসতে চলেছে।”



দেব পরিবারের পুত্রবধূর ভূমিকায় অভিনয় করেছেন বিদীপ্তা। তিনি বললেন, “গত দুবছর বাংলা ছবির জন্য খুব খারাপ সময় গেছে। মানুষ হলে এসে ছবি দেখতে পারেননি। তবে এটা যেহেতু পারিবারিক ছবি, আর শিল্পী তালিকাও দেখার মতো, তাই এটা প্রেক্ষাগৃহে এসেই দেখতে হবে। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে একটা জমাটি ছবি হতে চলেছে। দর্শকদের মতো আমরাও ছবিটা মুক্তি পাবার অপেক্ষায় রয়েছি।”

টেলিভিশনের সাফল্যের পর বড়পর্দায় প্রথম ছবি বলে উচ্ছ্বসিত রনিতা। তিনি বললেন, ”দারুণ একটা পারিবারিক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। সকলে অবশ্যই হলে এসে ছবিটা দেখবেন।” 




রাজর্ষি জানালেন, “ট্রেলার দেখার সময় সকলের মুখে হাসির পাশাপাশি অনেকের চোখে জলও দেখলাম। সকলে খুব আনন্দ করে দেখেছেন ট্রেলারটা, শুটিংয়ের স্মৃতিও ফিরে এসেছে। এত বড় স্টারকাস্ট নিয়ে ছবি আগে বাংলায় সেভাবে হয়নি। এরকম ম্যাজিক আর মিরাকল নিয়ে গল্পও এর আগে বাংলা ছবিতে দেখা যায়নি। আজ ট্রেলার মুক্তির সময় সকলের মধ্যে যে উন্মাদনা দেখলাম, আশা করব ছবি মুক্তির সময় সেই একই আনন্দ দর্শকদের মধ্যেও দেখতে পাব।”  

১ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। 

 

 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *