সমগ্র ‘আবোল তাবোল’ নিয়ে আসছেন সৌমিত্র
RBN Web Desk: সালটা ১৯২৩। প্রকাশিত হলো সুকুমার রায়ের একগুচ্ছ কবিতার সংকলন ‘আবোল তাবোল’। ছোটদের কথা মাথায় রেখে লেখা হলেও আট থেকে আশি সকলেরই ভীষণ প্রিয় এই বই। ‘বোম্বাগড়ের রাজা’, ‘রামগরুড়ের ছানা’, ‘বাবুরাম সাপুড়ে’, ‘নারদ-নারদ’ এগুলো যেন কোনওকালেই পুরোনো হয় না। আর সেই কবিতার সমগ্র সংকলনটি যদি আবৃত্তি করেন সৌমিত্র চট্টোপাধ্যায় তাহলে তো কথাই নেই।
এর আগে মঞ্চে ও টেলিভিশনে, এমনকি ছবিতেও তাঁর গলায় ‘আবোল তাবোল’-এর বিভিন্ন কবিতা শোনা গেছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ‘বসন্ত বিলাপ’ ছবিতে ‘প্যাঁচা কয় প্যাঁচানী’ কবিতাটির আবৃত্তি। তবে এই প্রথম সমগ্র ‘আবোল তাবোল’-এর ৫৩টি কবিতা আবৃত্তি করেছেন সৌমিত্র। গতকাল মুক্তি পেল সেই সংকলনের টিজ়ার।
বর্তমানে সবকিছুই যখন ডিজিটাল মাধ্যম ভিত্তিক, সেখানে শ্রোতাকূলের কাছে সুকুমার রায়ের এই অসম্ভবের কবিতাগুচ্ছকে পৌঁছে দেওয়ার এটি একটি অভাবনীয় উপায়। “এই লিমেরিকগুলির আবৃত্তিকার হিসেবে সৌমিত্রবাবুই ছিলেন আমাদের একমাত্র নির্বাচন। এত বছর পর সুকুমারের ‘আবোল তাবোল’ শুনলে আজও আমরা ছেলেবেলার নস্ট্যালজিয়ায় ডুব দিই,” জানালেন সমগ্র ‘আবোল তাবোল’-এর কর্ণধার শিলাদিত্য চৌধুরী।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
টিজ়ারের একটি অংশে সৌমিত্র বলেছেন, তাঁর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি দুটি বই সঙ্গে রাখতে চান, এক ‘গীতবিতান’, দুই ‘আবোল তাবোল’। বর্তমানে করোনার সঙ্গে কঠিন লড়াইয়ে জয়ী হয়েছেন সৌমিত্র। শারীরিক অবস্থার আগের থেকে উন্নতি হলেও এখনও তিনি সম্পূর্ণ রোগমুক্ত নন।
১৪ নভেম্বর সমগ্র ‘আবোল তাবোল’ নিয়ে আসছেন সৌমিত্র।