অবশেষে কাটতে চলেছে মেঘ
RBN Web Desk: ছবির নাম রেডিওতে প্রচারিত আবহাওয়ার খবরের মতো শোনালেও মেঘ অবশেষে কাটতে চলেছে। তিন বছরেরও বেশি সময় আটকে থাকার পর মুক্তি পেতে চলেছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘আকাশ অংশত মেঘলা’। অবশ্য তার মধ্যে করোনা অতিমারীর কারণে কমবেশি দু’বছর বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। ২০১৯ সালের গোড়ার দিকে ছবিটি ঘোষণা করেন জয়দীপ। মুক্তি পেয়েছিল টিজ়ারও। স্বপ্নময় চক্রবর্তীর দুটি ছোটগল্প ‘পতাকার কাপড়’ ও ‘মেরুদণ্ড’ অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন পরিচালক। ছবির দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ।
ছবির গল্প কী নিয়ে?
কারখানায় লকআউটের ফলে জুটমিলের শ্রমিক রসময় বাগচীর (রুদ্রনীল) জীবনে নেমে আসে অন্ধকার। স্ত্রী ও মেয়েকে নিয়ে সংসার চালানোর দায়ে সে খুলে ফেলে এক তেলেভাজার দোকান। অন্যদিকে অর্থাভাবে মেধাবী ছাত্র অনির্বাণের পড়াশোনা মাঝপথেই থেমে যায়। পরিবারকে আর্থিক সহায়তা করতে সে হন্যে হয়ে চাকরি খুঁজতে থাকে। কিন্তু কিছুতেই তা সম্ভব হয় না। এমতাবস্থায় অনির্বাণের প্রেমিকা আনন্দীর পরিবারকে তাদের ভাড়া বাড়ি থেকে উৎখাতের চেষ্টা চালাতে থাকে স্থানীয় প্রমোটার।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
এই ছবিতে রসময়ের স্ত্রীর ভূমিকায় রয়েছেন অঙ্কিতা চক্রবর্তী ও অনির্বাণের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবদূত ঘোষ, দামিনী বেণী বসু, কৌশিক কর, শঙ্কর দেবনাথ, রুমকি চট্টোপাধ্যায়, সুদীপ সরকার।
ছবিতে মানুষের জীবনে টানাপোড়েনের পাশাপাশি উঠে আসবে রাজনৈতিক প্রেক্ষাপটও।
‘আকাশ অংশত মেঘলা’র গীতিকার ও সঙ্গীত পরিচালক উপালি চট্টোপাধ্যায়।
প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।