নতুনভাবে ‘এখানে আকাশ নীল’, মুক্তি পেল টিজ়ার
RBN Web Desk: টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছে সুপারহিট বাংলা ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’। তবে খুব সম্ভবত নতুন অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এই ধারাবাহিকে। সম্প্রতি একটি বেসরকারী বিনোদনমূলক চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে মুক্তি পেল এই ধারাবাহিকের টিজ়ার।
২০০৮ সালের সেপ্টেম্বরে ‘এখানে আকাশ নীল’-এর সম্প্রচার শুরু হয়। অল্প কিছুদিনের মধ্যেই আশাতীত জনপ্রিয়তা পায় উজান-হিয়ার প্রেম কাহিনী। ধারাবাহিকের এই দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ঋষি কৌশিক ও অপরাজিতা ঘোষ দাস। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শাশ্বতী গুহঠাকুরতা, অরিন্দম শীল, শাশ্বত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী ও আরও অনেকে। প্রবল জনপ্রিয় হয় জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে, মোনালি ঠাকুরের গাওয়া এই ধারাবাহিকের শীর্ষ সঙ্গীতটিও। নতুন ধারাবাহিকটির টিজ়ারেও এই সঙ্গীতটি ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: ভাগ্য আর কর্মফল থেকে মুক্তির পথ খোঁজার থ্রিলার
২০১০-এর ২৯ মে ‘এখানে আকাশ নীল’-এর শেষ পর্ব সম্প্রচার হয়। সম্প্রচারের পুরো সময় ধরেই ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের সাপ্তাহিক টিআরপি তালিকায় একেবারে ওপরের দিকে থেকেছে এই ধারাবাহিক।
নতুন ধারাবাহিকটিতে কারা থাকছেন, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি চ্যানেল কর্তৃপক্ষ। তবে জানা গেছে যে টেলিভিশনের পর্দায় শীঘ্রই মুক্তি পাবে ‘এখানে আকাশ নীল’-এর ট্রেলার।
আসছে এখানে আকাশ নীল |#EkhaneAkashNeel #StarJalsha #স্টারজলসা
Gepostet von Star Jalsha am Freitag, 2. August 2019