বাড়ি ফিরলেন দিলীপ কুমার
RBN Web Desk: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বিশিষ্ট অভিনেতা দিলীপ কুমার। ৬ জুন শ্বাসকষ্ট বাড়ায় তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল। তবে আপাতত তিনি অনেকটাই সুস্থ। তাই চিকিৎসকরা তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেন। দিলীপ কুমারের পারিবারিক বন্ধু ফয়জ়ল ফারুকি আজ টুইট করে এ কথা জানিয়েছেন।
বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতালে ভর্তি করার পরই তাঁর স্ত্রী সায়রা বানু জানিয়েছিলেন যে বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন দিলীপ কুমার। সেই কারণেই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: হাতিয়ার রবীন্দ্রনাথ, আবারও সম্প্রীতির নজির মেহরিনের
৭ জুন হাসপাতালের তরফ থেকে জানানো হয় যে ৯৮ বছর বয়সী অভিনেতাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। বেশ কিছু শারীরিক পরীক্ষাও করা হয় তাঁর। সেই রিপোর্ট অনুযায়ী চিকিৎসার পর আজ তাঁকে বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকরা।