নেমে গেল ‘ত্রিনয়নী’
RBN Web Desk: এ সপ্তাহে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের আরবান ১৫+ তালিকার শীর্ষস্থান থেকে নেমে গেল ‘ত্রিনয়নী’। টানা দুমাসেরও বেশি সময় ধরে প্রথম স্থান ধরে রেখেছিল এই ধারাবাহিক। এ সপ্তাহে ৭.৯ রেটিং নিয়ে ‘ত্রিনয়নী’ রয়েছে দ্বিতীয় স্থানে।
এদিকে দীর্ঘদিন পর ফের সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি’ (৮.৩)। ২০১৭ সালে এই ধারাবাহিকটি বাকিদের পেছনে ফেলে টিআরপি তালিকার শীর্ষে স্থান দখল করে নেয়। বহু মাস রেকর্ড রেটিংসহ সেই স্থান ধরে রাখে এই ধারাবাহিক। পরবর্তীকালে সেই রেকর্ড ভেঙে দিয়ে ‘কৃষ্ণকলি’ এবং তারপর ‘ত্রিনয়নী’ দখল করে সেরার স্থান।
আরও পড়ুন: ফেলুদা হিসেবে কাকে দেখতে চান? দর্শকের কাছে মতামত চাইলেন সৃজিত
‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে সদ্য শুরু হয়েছে রামকৃষ্ণ পরমহংসের ট্র্যাক। এর কারণেই ফের এই ধারাবাহিক সেরার স্থান দখল করতে পেরেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে এই সপ্তাহেও তৃতীয় স্থান দখলে রাখল ‘শ্রীময়ী’ (৭.৭) যার নামভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রানী হালদার। এই চরিত্রটির সঙ্গে খুব সহজেই নিজেদের মেলাতে পারছেন বহু মহিলা।
এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম ১০টি ধারাবাহিক এরকম।
১. ‘করুণাময়ী রাণী রাসমণি’ (৮.৩)