বাঙালি পরিচালকের হিন্দী ছবিতে দিতিপ্রিয়া
RBN Web Desk: হিন্দী ছবির জগতে পা রাখতে চলেছেন দিতিপ্রিয়া রায়। বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’র নাম ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিতা পেয়েছেন তিনি। সেই দিতিপ্রিয়াকেই এবার দেখা যাবে এক বাঙালি পরিচালকের হিন্দী ছবিতে।
সূত্রের খবর, পরিচালক দিয়া ঘোষের ‘বব বিশ্বাস’ ছবিতে অভিনয় করতে চলেছেন দিতিপ্রিয়া। এই ছবির নাম ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন। বিশিষ্ট পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়ার এটাই প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। ‘বব বিশ্বাস’-এ অভিষেকের মেয়ের বান্ধবীর চরিত্রে থাকছেন দিতিপ্রিয়া।
আরও পড়ুন: ২৫০ পেরোলো ‘শ্রীময়ী’, আসছে নতুন চরিত্র
তবে ইতিমধ্যেই শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় ‘অভিযাত্রিক’-এ অভিনয় করেছেন দিতিপ্রিয়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাস অবলম্বনে ‘অভিযাত্রিক’ পরিচালনা করেছেন শুভ্রজিৎ। এই উপন্যাসের প্রথম অংশটি নিয়ে পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবিটি মুক্তি পায় ১৯৫৯ সালে। সেই উপন্যাসেরই বাকি অংশ নিয়ে ছবি করেছেন শুভ্রজিৎ। ‘অভিযাত্রিক’-এ অপুর স্ত্রী অপর্ণার চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া।
বর্তমানে কলকাতায় ‘বব বিশ্বাস’-এর শুটিং করছেন অভিষেক।