সিরাজের ভূমিকায় সুপ্রিয়া দেবীর নাতি
RBN Web Desk: বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ দৌলা ও লুৎফুন্নিসার প্রেম কাহিনী নিয়ে আসছে নতুন ধারাবাহিক আমি সিরাজের বেগম। আর এই ধারাবাহিক দিয়েই ছোট পর্দায় তাঁর অভিনয় জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি শন বন্দ্যোপাধ্যায়। সিরাজের স্ত্রী লুৎফুন্নিসার চরিত্রে অভিনয় করছেন পল্লবী দে।
সংবাদমাধ্যমকে শন জানালেন, সিরাজের চরিত্রে কাজ করতে পেরে তিনি সত্যিই ভাগ্যবান। ধারাবাহিকটির জন্য ওয়ার্কশপ চলছে নিয়মিত। তবে দিদা (সুপ্রিয়া) বেঁচে নেই বলে কষ্টও হচ্ছে। তিনি থাকলে খুব খুশি হতেন এবং অনেক পরামর্শও পেতেন আরও ভালো অভিনয় করার ব্যাপারে, বললেন শন।
তৈরি হল না যে ঘরে বাইরে
সূত্রের খবর, পলাশীর যুদ্ধ, মীরজাফরের বিশ্বাসঘাতকতা, ভারতে সরকারীভাবে ইংরেজ শাসনের সূচনা, সবই থাকছে এই ধারাবাহিকে। ইতিহাসের প্রতি সত্যনিষ্ঠ থেকে লেখা হয়েছে চিত্রনাট্য।
ডিসেম্বর থেকে একটি প্রথম সারির বিনোদন চ্যানেলে দেখানো হতে পারে আমি সিরাজের বেগম।
ছবি: এবেলা