ইমামির উদ্যোগে অনলাইন তথ্যচিত্র উৎসব

RBN Web Desk: করোনাভাইরাস আর লকডাউন প্রায় গোটা বিশ্বের মানুষের জীবনধারা বদলে দিয়েছে। সামাজিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজ়ার এখন নিত্যদিনের সঙ্গী। হারিয়ে যেতে বসেছে জীবনের স্বাভাবিক ছন্দ। এমনকী দীর্ঘদিন বাড়িতে থাকার ফলে মানসিক অবসাদেরও শিকার হচ্ছেন অনেকে। সপ্তাহান্তে বন্ধু কিংবা পরিবারের সঙ্গে পার্টি, মাল্টিপ্লেক্সে ছবি দেখতে যাওয়া তারপর পছন্দের রেস্তোরাঁয় ডিনার, এসবই এখন অতীত।

তাই ভরসা অনলাইন। ইমামি আর্ট হাউজ়ের সহযোগিতায় সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ১৬ জুলাই থেকে দেখানো হচ্ছে পুরস্কারপ্রাপ্ত চার ভারতীয় পরিচালকের তথ্যচিত্র। সুপ্রিয় সেন, পঙ্কজ ঋষি কুমার, হাওবাম পবন কুমার এবং মিরিয়াম চান্ডে মেনাচেরির ছবি দেখানো হচ্ছে এই উৎসবে যা চলবে ২৬ জুলাই পর্যন্ত। উৎসবের কর্ণধার উস্মিতা সাহু। ন’দিন ব্যাপী এই উৎসবে দর্শক তাঁদের সুবিধা মতো, যখন খুশি তথ্যচিত্রগুলি দেখতে পাবেন। এছাড়াও ২৭, ২৮, ২৯ ও ৩০ জুলাই পরিচালকদের সঙ্গে সরাসরি তাঁদের তথ্যচিত্র নিয়ে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ থাকছে। ৩১ জুলাই থাকবে প্যানেল ডিসকাশন।

আরও পড়ুন: নয়া মাইলস্টোনের মুখে ‘রাসমণি’, এবার শিবানন্দ-গদাধরের দ্বন্দ্ব

কোনও উৎসবে উপস্থিত থেকে তথ্যচিত্র দেখা এবং পরিচালকের মুখে সেইসব অভিজ্ঞতার কথা সামনে থেকে শোনার কোনও বিকল্প হয় না। তবুও পরিস্থতি এবং দর্শকের কথা মাথায় রেখে এই অনলাইন মাধ্যমটিকে যথাযথ ব্যবহার করেছেন উস্মিতা।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *