বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শংকর প্রয়াত

RBN Web Desk: প্রয়াত হলেন বিশিষ্ট ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী অমলা শংকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। আজ সকালে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পৌত্রী শ্রীনন্দা শংকর সোশ্যাল মিডিয়াতে কিছু পুরোনো ছবি পোস্ট করে এই খবর জানান।

১৯১৯ সালে ব্রিটিশ ভারতের যশোরে জন্ম হয় অমলার। মূলত তাঁর পিতা অক্ষয় কুমার নন্দীর উৎসাহেই মাত্র ১১ বছর বয়স থেকে দেশবিদেশে ভ্রমণ ও উদয় শংকরের কাছে নাচের তালিম নেন তিনি। ছোট থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রদর্শনীতে নৃত্য পরিবেশন করেছেন অমলা। ১৯৪২-এ তিনি উদয় শংকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান আনন্দ শংকর ও মমতা শংকর। 

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

উদয় শংকর পরিচালিত ‘কল্পনা’ ছবিতে উমার চরিত্রে অভিনয় করেন অমলা। সেই সময় উদয় ও অমলার জুটি নৃত্যজগতে কিংবদন্তি হয়ে উঠেছিল। তাঁদের সৃষ্ট অভিনব নৃত্যধারাকে আজও বহন করে চলেছেন তাঁর কন্যা মমতা ও পুত্রবধূ তনুশ্রী শংকর।

২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করা হয়।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *