বন্ধ হয়ে গেল ইলোরা, তবে হাল ছাড়ছে না মালিকপক্ষ

কলকাতা: বন্ধ হয়ে গেল ইলোরা। বেহালায় অবস্থিত এই প্রেক্ষাগৃহের আসনসংখ্যা প্রায় ৯৫০। প্রেক্ষাগৃহের বর্তমান মালিক রতন সাহা সংবাদমাধ্যমকে জানালেন, ইলোরা বন্ধ হওয়ার প্রধান কারণ ব্যবসায় মন্দা। এই প্রেক্ষাগৃহে শেষ প্রদর্শিত ছবি ছিল তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ ও সোহম চক্রবর্তী অভিনীত ‘থাই কারি’। শো চলাকালীন দর্শক সংখ্যা ছিল মাত্র পাঁচ, জানালেন তিনি।

শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তার কাছে ক্রমাগত হার মানতে বাধ্য হচ্ছে একক প্রেক্ষাগৃহগুলি, এমনটাই অভিমত শহরের অন্যান্য বন্ধ হয়ে যাওয়া হলমালিকদের। গত কয়েক বছরে শহরের বেশ কয়েকটি নামকরা একক প্রেক্ষাগৃহ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তাঁরা।

ছয় দফা দাবী নিয়ে পথে নামল কালচারাল কনফেডারেশন

তবে পরবর্তীকালে ইলোরা পুনরায় খোলার ব্যাপারে আশাবাদী রতনবাবু। প্রায় চার বছর আগে ইলোরার দায়িত্ব নেন তিনি। জানালেন, বেহালার অজন্তা প্রেক্ষাগৃহটি তিনি মাল্টিপ্লেক্সে রূপান্তর করার পর থেকে সেটি ভালোই ব্যবসা করছে। রাজ্য সরকারের তরফ থেকে সার্ভিস চার্জ ইনসেনটিভ পেলেই তৎক্ষণাৎ ইলোরাকে ফের চালু করবেন তিনি।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *