এবার ‘ধন্যি মেয়ে’ দেবলীনা
RBN Web Desk: আবারও ‘ধন্যি মেয়ে’ (Dhonyi Meye)। তবে এবার পর্দায় নয় মঞ্চে। আর এবার কেন্দ্রীয় চরিত্র মনসার ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেবলীনা দত্ত (Debleena Dutt)। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত, অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ধন্যি মেয়ে’ ছবিতে মনসা হয়েছিলেন জয়া ভাদুড়ি (Jaya Bhaduri)। মনসার স্বামী বগলার চরিত্রে অভিনয় করেছিলেন পার্থ মুখোপাধ্যায়। বগলার দাদা কালীগতি দত্ত ও বৌদির চরিত্রে ছিলেন যথাক্রমে উত্তমকুমার (Uttam Kumar) ও সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল সেই ছবি।
আরও পড়ুন: ‘কত কবি মরে গেল চুপি-চুপি, একা-একা’
মঞ্চে কালীগতির চরিত্রে থাকছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। ‘একেন বাবু’ ওয়েব সিরিজ়ে বাপির চরিত্রে অভিনয় করেছেন তিনি। বগলার চরিত্রে থাকছেন সুমিত কুণ্ডু। বগলার বৌদির ভূমিকায় থাকছেন বিন্দিয়া ঘোষ। নাটকটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বাপ্পা।
ইতিমধ্যেই নাটকের মহড়া শুরু হয়ে গেছে। জুলাই মাসের শেষের দিকে মঞ্চস্থ হবে ‘ধন্যি মেয়ে’।
ছবি: RBN আর্কাইভ