বিশিষ্ট নাট্যকার ঊষা গাঙ্গুলীর জীবনাবসান
RBN Web Desk: চলে গেলেন বিশিষ্ট নাট্যকার ঊষা গাঙ্গুলী। আজ সকালে তাঁর পরিচারিকা এসে তাঁকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। চিকিৎসক এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মরদেহ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। সত্তরের দশকে কলকাতার বুকে হিন্দি নাটক জনপ্রিয়তা লাভ করে ঊষার হাত ধরে।
১৯৪৫ সালে যোধপুরে জন্ম হয় ঊষার। কলকাতায় আসার পর হিন্দি বিষয়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। প্রথম জীবন শিক্ষকতা দিয়ে শুরু করলেও পরবর্তীকালে পুরোদস্তুর নাটকের কাজে মন দেন। তৈরি করেন নিজের নাটকের দল ‘রঙ্গকর্মী’।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
ঊষা নিজে ছিলেন ভারতনাট্যমে পারদর্শী। তাই প্রথমদিকে ‘রঙ্গকর্মী’র থিয়েটার পরিচালনার ভার তুলে দিতেন অন্য পরিচালকদের হাতে। তাঁর দলে নাট্য পরিচালনা করেছেন এম কে আনভাসে, তৃপ্তি মিত্রর মতো পরিচালকরা। পরবর্তীকালে তৃপ্তি মিত্র এবং মৃণাল সেনের তত্ত্বাবধানে ঊষা নিজেই শুরু করেন নাটক পরিচালনা। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে ‘কাশীনামা’, ‘রুদালি’, ‘কোর্ট মার্শাল’, ‘মুক্তি’ ও ‘মহাভোজ’।
কর্মজীবনে একাধিক পুরস্কারে ভূষিত হন ঊষা। পরিচালনার জন্য পেয়েছেন সংগীত নাটক আকাদেমী পুরস্কার। এছাড়া ‘গুড়িয়া ঘর’ নাটকের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।