আসছে ‘কৈফিয়ত’, মুক্তি পেল ছবির গান
RBN Web Desk: ছোট ছবি কিন্তু ছোট নয়। এমনই এক বড় ধরনের স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করে ফেলেছেন পরিচালক অনুরাগ পতি। ছবির নাম ‘কৈফিয়ত’। অভিনয়ে রয়েছেন পূজারিণী ঘোষ, প্রসূন গাইন, অরুণ মুখোপাধ্যায়, সত্যম মজুমদার, নিমাই ঘোষ, রাজু মজুমদার ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন শ্রাবণ ভট্টাচার্য। গানের কথা লিখেছেন রিতম সেন। সম্প্রতি মুক্তি পেল দুর্নিবার সাহার কণ্ঠে ছবির গান ‘খোয়াব’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
খুব সাধারণ এক চাকুরিজীবির জীবন ও তার সম্পর্কের উত্থান-পতন ‘কৈফিয়ত’-এর বিষয়বস্তু। লোকে কী বলবে, এই ভেবেই বহু মানুষ তাদের গোটা জীবন কাটিয়ে দেন। এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে ‘কৈফিয়ত’।
দুর্নিবার জানালেন, “শ্রাবণের সুরে রিতমের লেখা ‘খোয়াব’ আমার সাম্প্রতিক কালে গাওয়া গানগুলোর মধ্যে অন্যতম ভালো লাগার একটা কাজ।”
আরও পড়ুন: শুরু হলো ‘নয়ন রহস্য’-এর শ্যুটিং
অনুরাগের আগের ছবি ছিল পূর্ণদৈর্ঘ্যের ‘প্রাপ্তি’। সম্পূর্ণ ফিচার ছবি পরিচালনার পর চল্লিশ মিনিটের স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরির সিদ্ধান্ত নেওয়ার কারণ কী?
“আমি শর্ট ফিল্ম আগেও বানিয়েছি, এরপরেও বানাব,’ বললেন অনুরাগ। “এই ফরম্যাটটা আমার ভালো লাগে। অনেক কম সময়ে গল্প বলার মধ্যে একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। যেখানে সবটা বলা হয় না তবু গল্পটা উঠে আসে ওইটুকু সময়ের মধ্যেই। এই ছবিতে নানারকম সামাজিক দ্বন্দ্বের কথা আছে। পাশাপাশি এটা ভালোবাসার ছবিও।”
এই বছরের শেষে কোনও ওটিটি বা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ছবিটি।