তারানাথ তান্ত্রিক নিয়ে আসছেন কিউ
কলকাতা: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক-কে নিয়ে বাংলায় ওয়েব সিরিজ় তৈরি করতে চলেছেন পরিচালক কৌশিক মুখোপাধ্যায় ওরফে কিউ। খুব সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে এই সিরিজ়ের। আজ শহরে এক অনুষ্ঠানে এমনটাই জানালেন তিনি।
বিভূতিভূষণ ও পরে তাঁর পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিক ভারতীয় সাহিত্যে ভীষণই ব্যতিক্রমী একটি চরিত্র।
কিন্তু হঠাৎ তারানাথ তান্ত্রিক নিয়ে ছবি কেন?
রেডিওবাংলানেট-কে কিউ জানালেন, “এটা মোটেই হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্ত নয়। প্রায় দু’বছর ধরে এ ধরণের একটা চরিত্র নিয়ে কাজ করার চিন্তাভাবনা করছিলাম আমরা। এ বিষয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে এরকম সাহিত্য প্রণালীর মধ্যে তারানাথ তান্ত্রিক চরিত্রটাই বারবার উঠে আসছে। এই নিয়ে বিভিন্ন মিডিয়ায় বলেওছি আমরা। তারপর একটা সময় ভাবলাম এটা নিয়ে ওয়েব সিরিজ় করলে কেমন হয়। সেই থেকেই শুরু।”
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
নাম ভূমিকায় কে অভিনয় করবেন, তা ভেঙে বললেন না কিউ। “কাজটা সবে শুরু করতে চলেছি আমরা। কিরকম ভাবে এগবো সেটা এখনও ঠিক করিনি,” বললেন তিনি।
তবে যেহেতু বাঙালি চরিত্র, তাই মূলত পশ্চিমবঙ্গেই শ্যুটিং হবে, তেমনই ইঙ্গিত দিলেন কিউ।
হইচই ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে এই ওয়েব সিরিজ়।