টেলিভিশনে ফিরল তাপসী-কিরীটির কাহিনী
RBN Web Desk: টেলিভিশনে ফিরল তাপসী-কিরীটির কাহিনী। সাহিত্যিক আশাপূর্ণা দেবীর বিখ্যাত গল্প ‘অগ্নিপরীক্ষা’ নিয়ে শুরু হলো টেলিভিশন সিরিজ়। ১৯৫৪ সালে এই গল্প নিয়ে অগ্রদূতের পরিচালনায় মুক্তি পায় একই নামের ছবি। উত্তমকুমার ও সুচিত্রা সেনের জুটির ক্ষেত্রে এটিকে একটি মাইলস্টোন ছবি বলে মনে করা হয়। সেই গল্পই এবার দেখা যাবে ‘সাহিত্যের সেরা সময়’ ধারাবাহিকে। ভেরোনিকা মোনা দত্ত, বিশ্ব বসু বিশ্বাস রয়েছেন প্রধান দুই চরিত্রে। অন্যান্য চরিত্রে রয়েছেন সম্ভাবী মুখোপাধ্যায়, স্বর্ণাভ সান্যাল, মাফিন চক্রবর্তী, মনোজ ওঝা, সুচন্দ্রা চৌধুরী ও বোধিসত্ত্ব মজুমদার। ধারাবাহিকটি পরিচালনা করেছেন বিজয় জানা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পারমিতা ভট্টাচার্য।
‘অগ্নিপরীক্ষা’র গল্প তাপসীর ছোটবেলা ঘিরে। ছোটবেলায় একরকম ভুলিয়েভালিয়ে তার বিয়ে দেওয়া হয় গ্রামের জমিদারের নাতি বুলুর সঙ্গে। তাপসীর বাবা-মা এই ঘটনা মেনে নিতে পারেন না। শহরে এসে তারা তাপসীর মন থেকে সেদিনের সব স্মৃতি মুছে ফেলেন ধীরে-ধীরে। বর্তমানে তাপসী একজন নামী গায়িকা। সে কিরীটিকে ভালোবাসে। একদিন তাপসী তার অতীতের কথা জানতে পারে। ছোটবেলায় তার অজান্তে ঘটে যাওয়া সেই ঘটনা তার বর্তমানকে ওলটপালট করে দিয়ে যায়। এবার সে কী করবে?
আরও পড়ুন: জয়সলমেরে সত্যজিৎ রায়ের মূর্তি, উদ্যোগী রাজস্থান সরকার
“বাংলা সাহিত্যের আইকনিক গল্পগুলোকে নিয়ে আমরা আগেও কাজ করেছি। দর্শক বরাবরই এই গল্পগুলোকে সাদরে গ্রহণ করেছেন। যেহেতু এই গল্পটি বড়পর্দায় অনেক আগেই দর্শক দেখেছেন এবং উত্তম-সুচিত্রার মতো অভিনেতা সেই ছবিতে কাজ করেছেন, তাই আমাদের কাছে কাজটা বেশ কঠিন ছিল। নতুন প্রজন্মের যাতে ভালো লাগে সেই দিকটায় নজর রেখে আমরা গল্পটা সাজিয়েছি,” আকাশ আট চ্যানেলের তরফে জানালেন ঈশিতা সুরানা পোদ্দার ও প্রিয়াঙ্কা সুরানা বারদিয়া।
২৪ এপ্রিল থেকে এক সপ্তাহ ধরে দেখানো হচ্ছে ‘অগ্নিপরীক্ষা’।